নেপাল ও ভারতকে হারিয়ে আগেই ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। আজ সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপে লিগ পর্বে শেষ ম্যাচেও পেয়েছে দারুণ জয়। ভুটানকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে টানা তিন ম্যাচ জিতে শীর্ষে থেকে এখন ফাইনালে খেলবে সাইফুল বারী টিটুর দল।
অনুমিতভাবেই ভুটানকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। কাঠমান্ডুর মাঠে সুরভী আকন্দ প্রীতি-থুইনু মারমাদের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। আগের ম্যাচের একাদশে কোনও পরিবর্তন না এনেই ভুটান ম্যাচে খেলতে নামে বাংলাদেশ। ১৩ মিনিটে এগিয়ে যায় দল। ফাতিমা আক্তারের লম্বা ক্রস ধরতে প্রীতি অফসাইডের ফাঁদ ভেঙে বেরিয়ে যান। ড্রপ খেয়ে লাফিয়ে ওঠা বল হেড করে গোলকিপারের মাথার ওপর দিয়ে জালে জড়িয়ে দেন এই ফরোয়ার্ড। টুর্নামেন্টে এ নিয়ে প্রীতির গোল হলো ৪টি।