আড়াই হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাবে চট্টগ্রাম:মেয়র

চসিকের ইতিহাসে সবচেয়ে বড় বাজেটের প্রকল্পে চট্টগ্রাম শহরের যোগাযোগ ব্যবস্থা বদলে যাবে। এ প্রকল্প বাস্তবায়ন হলে চট্টগ্রামের মূল সড়কগুলো প্রসস্ত এবং জনবান্ধব হবে, যানজট হ্রাস পাবে বলে জানিয়েছেন মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।

(২৫ জানয়ারি) সকালে টাইগারপাস চসিক কার্যালয়ে প্রকল্প পরামর্শক প্রতিষ্ঠান ‘ডিজাইন প্লানিং এন্ড ম্যানেজমেন্ট কনসালটেন্টস লিমিটেড এর সাথে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।

মেয়র বলেন, আমি মেয়র হওয়ার পরপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামকে বদলে দিতে চসিকের ইতিহাসের সর্বোচ্চ আড়াই হাজার কোটি টাকার প্রকল্প বরাদ্দ দিয়েছেন। এ প্রকল্প বাস্তবায়ন হলে চট্টগ্রামের মূল সড়কগুলো প্রসস্ত এবং জনবান্ধব হবে, হ্রাস পাবে যানজট। পথে হাটতে মানুষের যে কষ্ট তা লাঘব হয়ে নান্দনিক চট্টগ্রামের পথগুলোতে হাটাও একটি বিনোদনের উৎস হয়ে উঠবে।

পরামর্শক প্রতিষ্ঠানের প্রতিনিধি দলের পক্ষে প্রকৌশলী মো. শাহজাহান আলম বলেন, চট্টগ্রামের যানজট  নিরসনে এ প্রকল্প বেশ সহায়ক হবে। আমরা প্রকল্পের জরিপ, ডিজাইন এবং সয়েল টেস্ট শুরু করেছি। প্রকল্পের অধীনে বিমানবন্দর সড়ক সম্প্রসারণনসহ রুবি সিমেন্ট এলাকায় ৬০০ মিটারের ওভারপাস, ৭৬২ দশমিক ৮৩ কিলোমিটার সড়ক সংস্কার, ৩৮টি ফুটওভার ব্রিজ, ১৪টি ব্রিজ, ২২টি কালভার্ট ও ১০টি গোলচত্বর নির্মাণ করা হবে।

সভায় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র আফরোজা কালাম, সচিব খালেদ মাহমুদ, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম, বিআইজিআরএসের গ্লোবাল রোড সেফটি পার্টানরশিপের (জিআরএসপি) এশিয়া-প্যাসিফিক অঞ্চলের উপদেষ্টা অ্যল স্টুয়ার্ট, ভাইটাল স্ট্র্যাটেজিসের পোগ্রাম অফিসার সুগান্তি শারাভানান, বিআইজিআরএসের ঢাকা সিটি কো-অর্ডিনেটর ও সাবেক অতিরিক্ত সচিব আব্দুল ওয়াদুদ, বুয়েটের অ্যাকসিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক কাজী সাইফুন নেওয়াজ ও বিআইজিআরএসের কনসালটেন্টগণ।