ক্লাই-ডকের উদ্যোগে জলবায়ু সচেতনতায় সোশ্যাল ক্যাম্পেইন
ইপসা (Building Agency of Youth in Climate Action) ও ব্রিটিশ কাউন্সিলের জলবায়ু সচেতনতার অংশ হিসেবে সোশ্যাল অ্যাকশন প্রজেক্ট টিম ‘ক্লাই-ডক’ এর উদ্যোগে চলছে সোশ্যাল মিডিয়ায় পরিবেশ নিয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন ।
জলবায়ু পরিবর্তন বর্তমানে একটি বৈশ্বিক সমস্যা। জলবায়ুর পরিবর্তন আজকের বিশ্বে একটি বিরাট বড় চ্যালেঞ্জ। তাই জলবায়ু পরিবর্তনে উদ্যোগী হয়ে ইতোমধ্যে ক্লাই-ডক প্রজেক্ট টিম দুটি সামাজিক সচেতনতামূলক রিলস ভিডিও তৈরি করেছে।
প্রকল্প গুলো হলো- প্লাস্টিক দূষণে জলবায়ুতে বিরূপ প্রভাব ফেলছে বিষয়ক ভিডিও এনং মাটি দূষণ রোধে কীভাবে জনসচেতনতা সৃষ্টি করা নিয়ে ভিডিও।
এই বিষয়ে ক্লাই-ডক টিমের লিডার উম্মে ফওজিয়া বলেন, “বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোয় সবাই ছোট ভিডিও দেখতে পছন্দ করে, পৃথিবীটা দ্রুত এগিয়ে যাচ্ছে। সবার মধ্যে একধরণের তারাহুরো, তাই আমরা ছোট-ছোট রিলস ভিডিওর মাধ্যমে জলবায়ু সমস্যা গুলো নিয়ে কথা বলতে চাই, মানুষকে সচেতন করতে চাই।”
ক্লাই-ডক টিমের অন্য সদস্য জেসমিন আয়াত বলেন, যদি পর্যাপ্ত অনুদান পাওয়া যায় তবে আগামীতে এই প্রজেক্ট আরো বড় করা সম্ভব হবে।
আসন্ন দিনগুলোয় ক্লাই-ডকের বিভিন্ন ধরনের শর্ট ভিডিওর মাধ্যমে এই প্রজেক্টকে এগিয়ে নেওয়ার ইচ্ছে রয়েছে।