গৃহকর্মীর জন্য পরিষেবা খাতঃ সুযোগ ও সেবা গ্রহণের চ্যালেঞ্জ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত

আজ দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) এর সুনীতি প্রকল্প বাড্ডা হাবের উদ্যোগে দুপুর ২ টায় ব্লোজম হোটেল, বারিধারায় গৃহকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিদের অংশগ্রহণে গৃহকর্মীদের জন্য পরিষেবা খাত সুযোগ ও সেবা গ্রহণের চ্যালেঞ্জ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপত্তিত্ব করেন জহিরুল ইসলাম ,প্রকল্প কর্মকর্তা, সুনীতি প্রকল্প। উক্ত সভায় অতিথি বক্তা হিসেবে উপস্খিত ছিলেন রাসেল আহম্মেদ সজীব, ফ্যাসিলেটেটর, সমাজসেবা অধিদপ্তর, নাহিদুল ইসলাম, ভাটারা থানা , শিল্পী সাহা,আইন ও সালিশ কেন্দ্র, মুনিয়া আক্তার, ব্লাস্ট, এডভোকেট দিপ্তী শিকদার, মহিলা পরিষদ, শেখ এস এম বান্না, ৩৮ নং ওয়ার্ড সচিব, মোঃ; মিজানুর রহমান, ফায়ার সার্ভিস,হৈমন্তী শুক্লা, গণমাধ্যমকর্মী, প্রতিদিনের বাংলাদেশ। সভায় আরো আলোচনা করেন গৃহকর্মী ফোরামের পক্ষ থেকে শিল্পী , বিউটি, ছালমা বেগম, কোহিনুর বেগম, ফিরোজা, সেফালী প্রমুখ।


উক্ত সভায় ডিএসকে সুনীতি প্রকল্পের, প্রকল্প ব্যবস্থাপক মাহবুবুর রহমান সভার উদ্দেশ্য ও লক্ষ্য সর্ম্পকে অবহিত করেন। এছাড়াও তিনি তিনটি সচেতনতামূলক ভিডিও প্রদর্শন করেন । উক্ত সভায় সরকারের পরিষেবাসমূহ গৃহকর্মীরা কীভাবে পেতে পারেন তা নিয়ে বিস্তারিত উপস্থাপনা ও আলোচনা করেন রাসেল আহম্মেদ সজীব , ফ্যাসিলিটেটর, সমাজসেবা অধিদপ্তর । তাঁর কাছ থেকে পরিষেবাসমূহ নিয়ে যেসব বিষয়ে সংশয় ছিলো, তা নিয়ে প্রশ্ন করেন গৃহকর্মীরা। উত্তরে বক্তা অনলাইন পদ্ধতি, সহজীকরণ এবং হেল্পলাইন ব্যবহারের সুস্পষ্ট পদ্ধতি নিয়ে আলোচনা করেন। তিনি আলোচনা করেন যে, জন্ম নিবন্ধন, নারী নির্যাতন, স্বাস্থ্য বাতায়ন এবং শিশুদের জন্য সুরক্ষা বিষয়ক পরিষেবাগুলো এখন যথাযথভাবে কার্যকর। এছাড়াও ওয়ান স্টপ ক্রাইসিস সেলগুলো ব্যবহার করার জন্য কীভাবে আলামত রক্ষা করতে হবে যাতে ভিকটিম উপযুক্ত সেবা পেতে পারেন এবং পারিবারিক আদালতে বিভিন্ন মামলা কোন আদালতে যাবে, দেওয়ানি ও ফৌজদারি মামলা কোনগুলো, জিডি,অভিযোগ ও মামলা করার ধাপ ও প্রক্রিয়া নিয়ে ব্যাখ্যা করেন। এরপর পর্যায়ক্রমে বয়ষ্কভাতা, বিধবা ভাতা ও মাতৃত্বকালীন ভাতা, ডে কেয়ার সেন্টার সুবিধা পাবার ক্ষেত্রে চ্যালেঞ্জ ও সমাধান নিয়ে কথা বলেন। তিনি উল্লেখ করেন যে, পরিষেবাগুলো আমরা নিতে অসুবিধায় পড়ছি কারণ আমাদের যথাযথ জ্ঞানের অভাব ।সেইসাথে বক্তব্য রাখেন ফায়ার সার্ভিসের মোঃ; মিজানুর রহমান। তিনি আগত এপ্রিল মাসে ফায়ার সার্ভিস আয়োজিত একটি প্রশিক্ষণে অংশগ্রহণ করতে আহবান জানান। এছাড়াও বক্তব্য রাখেন দীপ্তি শিকদার, বাংলাদেশ মহিলা পরিষদ তিনি পরিষেবা নেয়ার ক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতা নিয়ে কথা বলেন। এরপর বক্তব্য রাখেন ৩৮ নং ওয়ার্ড সচিব সাঈদ মোহাম্মদ বান্না। তিনি বলেন যে , এলাকার যেকোনো মানুষের কল্যাণে কাউন্সিলর সবসময়ে সচেষ্ট তাই সমস্যা দেখা দিলেই যোগাযোগ করার জন্য গৃহকর্মীদের অনুরোধ করেন। বাড্ডা থানার এস আই নাহিদুল ইসলাম থানায় যেকোনো প্রয়োজনে যোগাযোগের জন্য একটি সচল মোবাইল নম্বর প্রদান করেন। এছাড়াও বক্তব্য রাখেন আইন ও সালিশ কেন্দ্রের শিল্পী সাহা এবং ব্লাস্ট থেকে মুনিয়া আক্তার। তারা প্রত্যেকেই গৃহকর্মীদের আটকে রাখা মজুরি ও নির্যাতন, বাল্যবিবাহ ও দেনমোহর পাওনা সংক্রান্ত সমস্যার জন্য তাদের সংস্থা যেসব প্রক্রিয়া রেখেছে এ বিষয়ে কথা বলেন সেইসাথে হেল্পলাইন প্রদান করেন। উক্ত সভায় সমাপনী বক্তব্যে
প্রকল্প ব্যবস্থাপক মাহবুবুর রহমান পুরো সভাটির সার সংক্ষেপ তুলে ধরেন এবং প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে গৃহকর্মীদের যোগাযোগ করতে আহবান জানান।

বিজ্ঞপ্তি।