চট্টগ্রামে কলেজ ছাত্রের রহস্যজনক মৃত্যু, ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর চাঁন্দগাও থানাধীন অনন্যা আবাসিক এলাকা থেকে শাওন বড়ুয়া (২৫) নামের এক তরুণের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

চাঁন্দগাও থানা সূত্রে জানা গেছে, নিহত শাওন বড়ুয়া চট্টগ্রামের সরকারি ওমরগণি মুসলিম এডুকেশন সোসাইটি (এম.ই.এস.) কলেজের শিক্ষার্থী ছিল।

চান্দগাঁও থানার ওসি জাহিদুল কবির বলেন, খবর পেয়ে অনন্যা আবাসিক এলাকা থেকে শাওন বড়ুয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বাড়ি সাতকানিয়ায়। তাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে বলে ধারণা করছি। কি কারণে এই তরুণকে হত্যা করা হয়েছে, সেটি বের করতে আমাদের একটা দল তদন্ত করছে।