বাঁশখালী উপজেলা সদর ও মিয়াবাজারে অবস্থিত প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল খালেক পাটোয়ারী।
স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে সারাদেশে অবৈধ ও অনুমোদনবিহীন ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক এবং হাসপাতালের পরিস্কার পরিচ্ছন্নতা সহ বিভিন্ন অনিয়ম তদারকির অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শফিউর রহমান মজুমদার, আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. রিয়াদ মারজুক।
যথাযথ নীতিমালা অনুসরণ না করে ডায়াগনস্টিক সেন্টার, প্রাইভেট ক্লিনিক পরিচালনা এবং অপরিস্কার অপরিচ্ছন্নতার দায়ে ইউনিক ডায়াগনস্টিক সেন্টার, প্রাইম হেলথ সেন্টারকে সিলগালা, পেশেন্ট কেয়ার হসপিটালকে ৩০ (ত্রিশ) হাজার টাকা জরিমানা এবং মাতৃসদন জেনারেল হাসপাতালকে ২ (দুই) লক্ষ টাকা জরিমানা সহ বন্ধ করে দেয়া হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শফিউর রহমান মজুমদার জানান, হালনাগাদ ট্রেড লাইসেন্স, পরিবেশ ছাড়পত্র, বর্জ্য ব্যবস্থাপনা চুক্তিপত্র না থাকায় ও অপরিস্কার অপরিচ্ছন্নতার দায়ে প্রাইম ও ইউনিক ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা এবং পেশেন্ট কেয়ার হাসপাতাল ও মাতৃসদন জেনারেল হাসপাতালকে সিলগালাসহ অর্থদণ্ড দেয়া হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।