৩০০ আসনেই ইভিএম চায় আওয়ামী লীগ : কাদের

বিএনপিকে ‘গণতন্ত্র এবং মুক্তিযুদ্ধের মূল্যবোধ হত্যাকারী’ বলে অভিহিত করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।  তিনি বলেছেন, ‘তারা কী করে রাষ্ট্র মেরামত করবে, যারা এক কোটি ভুয়া ভোটার, ভুয়া ভোটের জন্ম দিয়েছে।  রাষ্ট্র মেরামত করবে শেখ হাসিনার সরকার।  এ দেশে প্রথম নির্বাচন কমিশনকে আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত করেছে আওয়ামী লীগ সরকার।

দেশের গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থা বিএনপি ধ্বংস করেছে দাবি করে তিনি বলেন, তারা ধ্বংস করেছে।  আর মেরামত করেছেন শেখ হাসিনা।  বিশ্ব সংকটে বিশ্বের বড় বড় দেশগুলো যেখানে সংকটে, সেখানে বাংলাদেশের সুনাম করছে অনেকেই।

সোমবার (২৩ জানুয়ারি) বিকালে রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বর সংলগ্ন আদর্শ বিদ্যালয় মাঠে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।

ওবায়দুল কাদের বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ ৩০০ আসনেই ইভিএম চায়।  নির্বাচন কমিশন সামর্থ্য অনুযায়ী ইভিএম দিতে পারে দেবে, তা নিয়ে আপত্তি নেই।

তিনি বলেন, আমরা জনগণের জন্য কাজ করছি, জনগণ আমাদের সঙ্গে আছে।  জনগণ বিএনপির সঙ্গে নেই, তাদের আন্দোলন দেখেই এটা বোঝা যায়।  বিএনপির ভুয়া আন্দোলন থেকে জনগণ মুখ ফিরিয়েছে।

তিনি বলেন, নির্বাচনেও সফল হবে না বিএনপি।  তারা ভণ্ডামির রাজনীতি করছে।  নির্বাচন মোকাবিলায় আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে আছে।

এ সময় সারাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩০ লাখ শীতবস্ত্র দিয়েছেন জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, শীতে মানুষ কষ্টে আছে।  আমরা মানুষের পাশে আছি।  মানুষের যে কোনো কষ্টে শেখ হাসিনার নেতৃত্বে পাশে ছিলাম, আছি, থাকব।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রউফ নান্নু প্রমুখ।