খেলাধুলা মানেই সুস্থ বিনোদন। আর বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা মানেই ফুটবল। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। তাই যেন দূর প্রবাসেও জনপ্রিয় এই খেলা থেকে দূরে থাকতে পারেনি বাংলাদেশি প্রবাসীরা। চট্টগ্রামের হালদা নদীর নামকরণে হাটহাজারী সমিতি সংযুক্ত আরব আমিরাতের আয়োজনে ‘হালদা ফুটবল টুর্নামেন্ট’ এর আয়োজন করা হয়েছে। জমজমাট সব আয়োজনের মধ্যদিয়ে গত ৩১ জানুয়ারী আজমানের হুমায়ুদ বিন আব্দুল আজিজ স্টেডিয়ামে পর্দা উঠেছে হালদা ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর।
চারটি টিমের অংশগ্রহণে দুটি ম্যাচের মাধ্যমে গ্রুপ পর্বের খেলা আনুষ্ঠানিকভাবে শুরু হয়। স্থানীয় সময় রাত ৯ টায়, আমিরাত এবং বাংলাদেশের জাতীয় সংঙ্গীতের পর বেলুন ও কবুতর আকাশে মুক্ত করার মাধ্যমে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন হাটহাজারী সমিতি সংযুক্ত আরব আমিরাতের উপদেষ্টা ইসমাইল গণী চৌধুরী।
এ সময় বিশেষ অতিথি ছিলেন স্থানীয় বাসিন্দা শেখ আব্দুল আজিজ আব্দুল্লাহ আলী, দুবাইয়ে নিযুক্ত ডেপুটি কনসাল জেনারেল শাহেদুল ইসলাম, কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর, আইয়ুব আলী বাবুল এবং প্রধান পৃষ্ঠপোষক মামুন তালুকদারসহ আরও অনেকেই।
সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খোরশেদ মোবারকের পরিচালনায় উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মোহাম্মদ এয়াকুব।
টুর্নামেন্টে অংশগ্রহণ করার পূর্বে প্রতিটি টিম প্রস্তুতি ম্যাচের মাধ্যমে নিজেদের টিমকে আরও সুসংগঠিত করেছে। তাই এই টুর্নামেন্ট নিয়ে হাটহাজারী প্রবাসীদের পাশাপাশি সকল প্রবাসীদের মাঝেও সৃষ্টি হয়েছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। সন্ধ্যার পরপরই স্টেডিয়ামে বিপুল দর্শকের ভিড় ছিল লক্ষণীয় ৷ খেলা শুরুর আগেই নির্ধারিত গ্যালারি পরিপূর্ণ হয়ে যায়৷
টুর্নামেন্টে হাটহাজারী উপজেলার প্রবাসীদের ১২টি টিম চ্যাম্পিয়ান ট্রফির জন্যে লড়াই করবে।
আয়োজকরা বলছেন, প্রতিটি টিমের ভালো খেলোয়াড়দের প্রতি লক্ষ্য রাখা হবে। কারণ, এখান থেকে ভালো খেলোয়াড়দের বাচাই করে একটি টিম গঠন করা হবে। যে টিম দিয়ে ভবিষ্যতে দেশ-বিদেশি টুর্নামেন্টে বাংলাদেশকে উপস্থাপন করা হবে।
এ সময় সমিতির নেতৃবৃন্দ হাটহাজারী সমিতির প্রতিষ্ঠা যাদের হাত দিয়ে শুরু হয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রতিষ্ঠাতা সভাপতি নজরুল হাসানের প্রতি । কারণ তার জন্যেই আজকে হাটহাজারী বাসী প্রবাসের মাটিতে ঐক্য হতে পেরেছে।