আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি মো. ইউসুফ হোসাইন ভুলুকে গ্রেফতার করেছে হাটহাজারী থানা পুলিশ। প্রেফতারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে। সে হাটহাজারী উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত বাদশা মিয়ার ছেলে।
মঙ্গলবার (৩০ জানুয়ারী) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে আহনের পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা জানা গেছে, ভুলু এলাকায় মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত। এলাকাবাসী প্রতিবাদ করলে মামলা ও হুমকি দিয়ে হয়রানী করতেন। একাধিক মামলার আসামি মো. ইউসুফ হোসাইন ভুলুর অত্যাচারে অতিষ্ঠ হয়ে এলাকাবাসী তাকে আটকের দাবিতে গণসাক্ষরসহ থানায় অভিযোগও করেন।
মো. হাসান উদ্দিন নয়ম নামে একজন বলেন, ভুলুর অত্যাচারে আমরা অতিষ্ঠ হয়ে গণসাক্ষরসহ থানায় অভিযোগ করেছি। তার গ্রেফতার আমরা সন্তুষ্ট।
হাটহাজারী থানার এএসআই আবুল কালাম বলেন, আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি মো. ইউসুফ হোসাইন ভুলুকে রাতে আহনের পাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। আজ সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।