চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা পুলিশের অভিযানে মার্ডার মামলার পলাতক আসামী মো. সাহেদ আলম ওরফে সাহেদ মিয়াকে (৩৭) গ্রেফতার করা হয়েছে। তাকে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জায়গা সম্পত্তির বিরোধ নিয়ে মামলার বাদী মো. খুরশিদ আলম ও অভিযুক্ত মো. সাহেদ আলমের পরিবারের মধ্যে দ্বন্দ চলছিল। এঘটনার জের ধরে ০৮ জানুয়ারি আমুমানিক ৭টা ৪৫ মিনিটে বাদীর বাবা মো. আইয়ুব আলীকে (৭৪) তার নিজ দোকানে ঢুকে ছুরিকাঘাত করে হত্যা করে মামার অসামী মো. সাহেদ আলম। হত্যার পরপরই সাহেদ আলম আত্মগোপনে চলে যায়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী মো. সাহেদ আলম হত্যার দায় শিকার করে।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজয় কুমার সিনহা বলেন, হত্যার পরপরই আসামী মো. সাহেদ আলম আত্মগোপনে চলে যায়। গোপন সংবাদে ভিত্তিতে তাকে আমরা ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানা এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হই। তার বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।