বর্ষসেরা টি-টোয়েন্টি দলে উগান্ডার ক্রিকেটার, নেই বাংলাদেশের কেউ

খেলা

ভারতের সূর্যকুমার যাদবকে অধিনায়ক করে ২০২৩ সালের বর্ষসেরা টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে আইসিসি। সূর্যকুমার ছাড়াও দলে আছেন ভারতের আরও তিনজন ক্রিকেটার। এছাড়া এশিয়ার আর কোনো দেশের ক্রিকেটার জায়গা পাননি দলে। এমনকী অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার কোনো ক্রিকেটারেরও জায়গা হয়নি বর্ষসেরা দলে।

ভারতের পর সর্বোচ্চ দুইজন ক্রিকেটার আছেন জিম্বাবুয়ের। ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ড থেকে জায়গা পেয়েছেন একজন করে। আইসিসির সহযোগী সদস্যদেশ উগান্ডারও আছেন একজন। চলতি বছর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। যেখানে সারপ্রাইজ প্যাকেজ হিসেবে অংশ নিচ্ছে আফ্রিকান দেশ উগান্ডা। নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো তারা খেলছে কোনো মেজর আইসিসি ইভেন্ট। আর এই সাফল্যের বড় অংশ এসেছে আল্পেশ রামজানির কল্যাণে।

বিশ্বের সব দলের বড় নামগুলোকে টপকে গত বছর টি-টোয়েন্টি ফরম্যাটে সবচেয়ে বেশি উইকেট পেয়েছিলেন রামজানি। ৩০ ম্যাচে ৪.৭৭ ইকোনমি রেটে বোলিং করে ৫৫টি উইকেট। প্রতি ১১ বলেই উইকেটের দেখা পান বাঁহাতি এই স্পিনার। আর দিয়েছেন ৯ এর কম রান। আফ্রিকা মহাদেশের এই ক্রিকেটার এবার পেলেন বড় স্বীকৃতি।

জিম্বাবুয়ে বিশ্বকাপ বাছাইপর্বে বাদ পড়ে গেলেও সিকান্দার রাজা ছিলেন অনবদ্য। ১১ ইনিংসে ৫১.৫০ গড় ও ১৫০.১৪ স্ট্রাইক রেটে ৫১৫ রান করেছেন। পাশাপাশি ১৪.৮৮ গড়ে ১৭ উইকেট নেন তিনি। বিশ্বকাপ বাছাইপর্বে ছিলেন ওয়ান ম্যান আর্মি হয়ে। সেটিরই পুরস্কার পেলেন বর্ষসেরা দলেও জায়গা করে নিয়ে।

এদিকে, ২০২২ সালের বর্ষসেরা টি-টোয়েন্টি খেলোয়াড় সূর্যকুমার যাদব ২০২৩ সালেও ব্যাট হাতে ছিলে অসামান্য। ১৭ ইনিংসে ৪৮.৮৮ গড় ও ১৫৫.৯৬ স্ট্রাইক রেটে করেছেন ৭৩৩ রান। বছরের শেষ দিকে এসে ভারতকে নেতৃত্বও দেন। জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করেন বছরে নিজের দ্বিতীয় টি-টোয়েন্টি শতক।

সূর্যকুমার যাদব ছাড়াও তিন ভারতীয়ের নাম রয়েছে বর্ষসেরা দলে। তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল, যিনি মাত্র ১৫ ম্যাচে ৪৩০ রান করেছিলেন, তাকে সূর্যর পাশাপাশি দলের ওপেনার হিসেবে রাখা হয়েছে। জয়সওয়াল ২০২৩ সালে একটি টি-টোয়েন্টি সেঞ্চুরিও করেছিলেন। বোলিং বিভাগে, ভারতের স্পিনার রবি বিষ্ণুই এবং ফাস্ট বোলার আর্শদীপ সিংকে রাখা হয়েছে।

আইসিসি বর্ষসেরা পুরুষ টি-টোয়েন্টি দল: যসস্বী জয়সওয়াল, ফিল সল্ট, নিকোলাস পুরান (উইকেটকিপার), যূর্যকুমার যাদব (অধিনায়ক), মার্ক চ্যাপম্যান, সিকান্দার রাজা, আলপেশ রামজানি, মার্ক অ্যাডায়ার, রবি বিষ্ণুই, রিচার্ড এনগারাভা, আর্শদিপ সিং।