লোহাগাড়ায় ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ার পদুয়া ইউনিয়নে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ট্রাকচাপায় ৩ জন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (২২ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে নয়াপাড়ায় মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ এরফান বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ট্রাকচাপায় ৩ জন মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

তাদের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হচ্ছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।