চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার স্টিল মিলস্ হাউজিং কলোনী এলাকায় ১১ বছরের স্কুলশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মো. জাফর ইকবাল জসিম (৩২) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১৫ জানুয়ারি) ভোরে ঘটনাস্থলের একটি ভবন থেকে তাকে গ্রেফতার করা হয়।
মো. জাফর ইকবাল জসিম নোয়াখালী জেলার চাটখিল থানার পাওড়া পাটোয়ারী বাড়ীর মৃত জাকারিয়ার ছেলে।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম বলেন, গত ৯ জানুয়ারি সকাল ১১টা ও বিভিন্ন সময়ে একজন ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে শিশুর মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে রোববার রাতে থানায় মামলা করেন।
মামলা দায়ের পর সোমবার ভোরে অভিযান চালিয়ে ধর্ষণের অভিযোগে মো. জাফর ইকবাল জসিমকে গ্রেফতার করা হয়েছে।