চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকায় ভোটার আনা নেওয়ার কাজে নিয়োজিত একটি রিকশা নালায় ফেলে দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা।
রোববার (৭ জানুয়ারি) দুপুরে থানার মৌলভী পুকুর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।
এর আগ সকাল ৯টার দিকে একই এলাকায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এসময় পুলিশ কয়েক রাউন্ড গুলি নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির জানান, বিএনপির নেতাকর্মীরা ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দিচ্ছিলেন। পরে ঘটনাস্থলে পুলিশ যায়। এসময় তারা পুলিশের ওপর চড়াও হয়।