চট্টগ্রাম-১ : স্বতন্ত্র প্রার্থীর কেন্দ্র প্রধান ও এজেন্টকে অপহরণ, দেড় ঘণ্টা পর উদ্ধার

চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের ৫৭ ও ৫৮ নম্বর কেন্দ্র মিঠাছড়া উচ্চ বিদ্যালয় থেকে স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের কেন্দ্র প্রধান ও এজেন্টকে ভোট শুরু আগেই সকাল ৮ টার সময় অপহরণ করে একটি বাড়িতে আটকে রাখে নৌকার প্রার্থী রুহেলের কর্মীরা।

অভিযোগ পেয়ে স্বতন্ত্র প্রার্থী নিজেই ইউএনও মাহফুজা জেরিন এবং ওসি সহিদুল ইসলামের সহযোগিতায় ওই এজেন্টকে উদ্ধার করেন।

বিষয়টি চট্টগ্রামের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামনকে জানানো হয়েছে। তিনি এ বিষয়ে ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন।