জনগণের কল্যাণে বিএনপির রাজনীতি : আমির খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিগত দেড় দশক ধরে বর্তমান সরকারের নিপীড়ন-নির্যাতনে বিএনপির নেতাকর্মীরা ক্ষতিগ্রস্ত। আর্থিক অবস্থা বিপন্ন। এ অবস্থার মধ্যেও বিএনপি জনকল্যাণমূলক কর্মকাÐ বন্ধ করেনি। বিএনপি’র রাজনীতি অন্য কিছুর উপর নির্ভরশীল নয়, জলগণের কল্যাণই বিএনপির রাজনীতি।

তিনি শুক্রবার (১৩ জানুয়ারি) নাসিমন ভবনস্থ নগর বিএনপির কার্যালয়ের সামনে নগর বিএনপির পক্ষ থেকে গরীব অসহায় শীতার্ত নারী পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

আমির খসরু বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধিতে সারাদেশের মানুষের এমনিতেই নাভিশ্বাস উঠে গেছে, হিমশিম খাচ্ছে। এখন নতুন করে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। এ দাম বৃদ্ধির কারণে জিনিসপত্রের দাম আরও বৃদ্ধি পাবে। তাই এ শীতে মানুষের কষ্ট লাঘবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য।

সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপি চট্টগ্রামসহ সারাদেশে বিভিন্ন মানবিক কর্মকান্ড পরিচালনা করে আসছে। এর অংশ হিসাবেই এই কনকনে শীতে কোনও দুঃস্থ মানুষ যেন শীতবস্ত্রের জন্য কষ্ট না পায় সেজন্য এসব মানুষের পাশে দাঁড়াচ্ছি। তিনি বলেন, প্রতিটি ওয়ার্ডে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে। বিএনপি সব সময় সাধারণ মানুষের পাশে থাকে।

নগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব আবুল হাশেম বক্করের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন নগর বিএনপির যুগ্ম আহবায়ক এস এম সাইফুল আলম, ইয়াছিন চৌধুরী লিটন, মো. শাহ আলম, আবদুল মান্নান, আহবায়ক কমিটির সদস্য মন্জুর আলম চৌধুরী মন্জু, মো. কামরুল ইসলাম, কোতোয়ালী থানা বিএনপির সভাপতি মনজুর রহমান চৌধুরী, ডবলমুরিং থানা বিএনপির সভাপতি মো. সেকান্দর, মহিলাদলের মনোয়ারা বেগম মনি, জেলী চৌধুরী, মহানগর বিএনপি নেতা মো. ইদ্রিস আলী, আলী আজম চৌধুরী, ওয়ার্ড বিএনপির সভাপতি মনজুর আলম মন্জু, হাজী মো. মহসিন, খায়রুজ্জামান জুনু, ও নুর উদ্দিন সোহেল প্রমূখ।