সীতাকুণ্ডে চট্টলা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভা এলাকায় চট্টগ্রাম স্টেশন থেকে ছেড়ে আসা যাত্রীবাহী চট্টলা এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৭টায় পৌরসভার সিরাজ ভূঁইয়া রাস্তার মাথা এলাকায় ট্রেনটির ইঞ্জিনের পিছনের বগি লাইনচ্যুত হয়।

রেল পুলিশের সীতাকুণ্ড ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আমজাদ হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দেখি চট্টলা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হয়েছে। তবে এ দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি।

সীতাকুণ্ড রেল স্টেশনের স্টেশন মাষ্টার মোজাম্মেল হোসেন বলেন, দুর্ঘটনা কবলিত লাইনটি সংস্কার কার্যক্রম শুরু হয়েছে। ঢাকামুখী লাইনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

ট্রেনে থাকা যাত্রীরা বলেন, চট্টলা এক্সপ্রেস ট্রেনটি প্রগতি ইন্ডাস্টিজ এলাকায় পৌঁছালে ইঞ্জিনের পিছনের বগি লাইনচ্যুত হয়। এরপর এক কিলোমিটার দূরে গিয়ে সিরাজ ভুঁইয়া রাস্তার মাথা এলাকায় থামে। ট্রেনটি ভেতরে হঠাৎ ধোঁয়া দেখতে পেয়ে কুয়াশায় অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে ভেবেছিলাম। পরে দেখি ট্রেনের ধোঁয়া বগিতে ঢুকে অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে।