পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। পাকিস্তানের নির্বাচন কমিশন এই গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।
নির্বাচন কমিশন ও প্রধান নির্বাচন কমিশনার সিকান্দার সুলতান রাজার বিরুদ্ধে ‘উসকানিমূলক’ ও ‘হিংসাত্মক’ বিবৃতি দেয়ার অভিযোগে এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
মঙ্গলবার (১০ জানুয়ারি) পাকিস্তানের নির্বাচন কমিশনার নিসার দুররানির নেতৃত্বাধীন ৪ সদস্যের বেঞ্চ এই এই গ্রেফতারি পরোয়ানা জারি করে।
ইমরান খান ছাড়াও ইমরানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) জেষ্ঠ্য দুই নেতা ফাওয়াদ চৌধুরী ও আসাদ ওমরও আছেন পরোয়ানার তালিকায়।