বিপিএলে প্রথম জয় পেয়েছে ফরচুন বরিশাল। মঙ্গলবার (১০ জানুয়ারি) আসরের সপ্তম ম্যাচে রংপুরের বিপক্ষে ছয় উইকেটে জয়লাভ করেছে সাকিব আল হাসানের দল। মিরপুরে টসে হেরে প্রথমে ব্যাট করে ১৫৮ রান সংগ্রহ করে রংপুর। লক্ষ্য তাড়ায় ৪ বল হাতে রেখেই ছয় উইকেটে জয় তুলে নেয় বরিশাল।
দুই ম্যাচে এটি ফরচুন বরিশালের প্রথম জয়। এর আগে নিজেদের প্রথম ম্যাচে বড় স্কোর করেও সিলেট স্ট্রাইকার্সের কাছে হারতে হয়েছিলো সাকিবদের। অন্যদিকে সমান ম্যাচে প্রথম হারের স্বাদ নিল রংপুর। নিজেদের প্রথম ম্যাচে তারা কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৩৪ রানে হারিয়েছে।
১৫৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খাল বরিশাল। প্রথম ওভারের চতুর্থ বলে স্পিনার রকিবুলের শিকারে পরিণত হন চতুরঙ্গ ডি সিলভা। এরপর ওয়ান ডাউনে নামা ইব্রাহিম জাদরানকে সঙ্গে নিয়ে শুরুর চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন এনামুল বিজয়। তবে দলীয় ১৮ রানে ১১ বলে ১৫ রান করে ফিরে যান তিনি।
বিজয়ের বিদায়ের পর ইব্রাহিম জাদরানের সঙ্গে জুটি গড়েন মেহেদী হাসান মিরাজ। তৃতীয় উইকেটে দুজনের ৮৪ রানের জুটি বরিশালকে জয়ের ভীত গড়ে দেন। তবে দলীয় ১০২ রানে ২৯ বলে ৪৩ রান করে মিরাজ সাজঘরে ফিরলেও নিজের অর্ধশতক পূরণ করেন ইব্রাহিম জাদরান। কিন্তু অর্ধশতক পূরণ করার পর বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি এই আফগান। দলীয় ১২৪ রানে ৪১ বলে ৫২ রান করে ফিরে যান তিনিও।
ইব্রাহিমের বিদায়ের পর জয় তুলে নিতে বেগ পেতে হয়নি অন্যদের। ইফতিখার আহমেদ ও করিম জানাত জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। ইফতিখার ১৮ বলে ২৫ ও করিম জানাত ১৪ বলে ২১ রান করে অপরাজিত থাকেন। রংপুরের হয়ে সিকান্দার রাজা ২টি এবং রকিবুল ও রবিউল ১টি করে উইকেট নেন।
এর আগে ব্যাট করে শোয়েব মালিকের অপরাজিত ৩৬ বলে ৫৪ আর রনি তালুকদারের ২৮ বলে ৪০ রানে ভর করে রংপুর রাইডার্স করে ৭ উইকেটে ১৫৮ রান। বরিশালের পক্ষে মিরাজ ও সিলভা ২টি করে উইকেট নেন। ম্যাচ সেরার পুরস্কার পান মেহেদী হাসান মিরাজ।