প্রথমবার প্রকাশ্যে রণবীর-আলিয়ার মেয়ে রাহা

বলিউডের তারকা দম্পতি ‘রণবীর-আলিয়া’ মেয়ের বাবা-মা হবার বছর পার হলেও এতদিন তাকে প্রকাশ্যে আনেননি।  অবশেষে বড়দিনে কন্যা রাহাকে প্রকাশ্যে আনলেন এই দম্পতি।

বড়দিন উপলক্ষে কুনাল কাপুরের বাড়িতে হাজির হয়েছিলেন এই দম্পতি।  সেখানেই সাংবাদিকদের ক্যামেরায় রাহাকে নিয়ে পোজ দেন তার বাবা-মা।  এদিন বাবার কোলে চড়ে লাঞ্চ পার্টিতে এসেছিল ছোট্ট রাহা।  পাশেই দাঁড়িয়ে মা আলিয়া।  বাবার কোলে থেকেই রাহা এক হাত ধরে রয়েছে মা আলিয়ার।

তারকা কন্যার পরনে ছিল সাদা-গোলাপি রঙের ফ্রক।  পায়ে লাল রঙের ভেলভেট জুতা।  ক্ষুদে এই শিশুর নীল চোখে রীতিমতো মুগ্ধ হয়েছেন ভক্তরা।

প্রথমবারের মতো একফ্রেমে রণবীর পরিবারকে দেখে উচ্ছ্বাস প্রকাশ করছেন ভক্তরা।  কারো মতে, ‘ঋষি কাপুরের মতো দেখতে হয়েছে রাহা!’

প্রসঙ্গত, গত বছরের নভেম্বর মাসে কন্যা সন্তানের মা-বাবা হন তারকা দম্পতি রণবীর-আলিয়া।  এতদিন মেয়েকে প্রকাশ্যে আনেননি তারা।  এতদিন সবার আগ্রহ ছিল তাদের প্রিয় তারকার কন্যাকে দেখার।  অবশেষে আলিয়া ভাট ও রণবীর কাপুর সবার ইচ্ছে পূরণে কন্যা রাহাকে নিয়ে এলেন সবার সামনে।