জয়া আহসান, নামটি শুনলেই দৃষ্টিপটে ভেসে ওঠে অনিন্দ্য সুন্দরী এক নারীর প্রতিচ্ছবি। এপার-ওপার দুই বাংলা জয় করে চলতি বছরে নিজের নাম লিখিয়েছেন বলিউডেও। এবার তিনি জায়গা পেলেন ভারতীয় দৈনিক হিন্দুস্তান টাইমসের তালিকায়।
২০২৩ সালে ওটিটিতে নজর কেড়েছেন এমন কিছু নতুন শিল্পীদের তালিকা প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস। শনিবার (২৩ ডিসেম্বর) পত্রিকাটির প্রিন্ট সংস্করণে ছাপা হওয়া তালিকার শুরুতেই দেখা যায় দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রীকে।
এই অভিনেত্রীর প্রথম হিন্দি সিনেমা ‘করক সিং’ মুক্তি পায় চলতি মাসের প্রথম সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে জি ফাইভে। অনিরুদ্ধ রায় চৌধুরীর সিনেমাটিতে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন জয়া।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জয়া আহসানের ছবি দিয়ে ‘করক সিং’-এ তার অভিনয় নিয়ে লেখা হয়েছে, অনিরুদ্ধ রায় চৌধুরীর পরিচালনায় সিনেমাটিতে পঙ্কজ ত্রিপাঠির প্রেমিকার চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন এই বাংলাদেশি অভিনেত্রী।
জয়া আহসান ছাড়াও হিন্দুস্তান টাইমসের এই তালিকায় আরও জায়গা পেয়েছেন সুবিন্দর ভিকি, সিদ্ধান্ত গুপ্ত, অম্রুতা সুভাস, ভুবন অরোরা, গগন দেব রিয়ার প্রমুখ।