হত্যা মামলায় কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

রংপুর জেলার কোতোয়ালী থানার হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি মো.নুরুন্নবীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৩ ডিসেম্বর) রাতে নগরীর কোতোয়ালী থানার আসাদগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মো.নুরুন্নবী রংপুর জেলার জুম্মাপাড়া মারুয়াপট্টি এলাকার মৃত কাওসারের ছেলে।

কোতোয়ালী থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, ১৪ বছর আগে কুপিয়ে একজনকে হত্যা করা হয়।

হত্যা মামলার আসামি যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত মো.নুরুন্নবী নগরীর কোতোয়ালী থানার আসাদগঞ্জ এলাকার্য় অবস্থান করার গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।