শামীম ওসমানের পক্ষে নৌকায় ভোট চেয়ে কাউন্সিলর মতির লিফলেট বিতরণ

নারায়ণগঞ্জ প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ (সিদ্ধিরগঞ্জ-ফতুল্লা) আসনে আওয়ামী লীগের মনোনীত ‘নৌকা’ প্রতীকের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য একেএম শামীম ওসমানকে জয়যুক্ত করতে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি ও নাসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মতিউর রহমান মতি।

এসময় তিনি নারায়ণগঞ্জ-০৪ আসনের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে আগামী ৭ জানুয়ারি নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন।

শনিবার (২৩ ডিসেম্বর) রাতে আদমজী সোনামিয়া মার্কেট সহ বিভিন্ন এলাকায় নৌকার প্রার্থীর পক্ষে নির্বাচনি প্রচারে যান তিনি।

এসময় উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সদস্য ও সুমিলপাড়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার মানিক মাষ্টার, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জোবায়ের আলম হীরা, আওয়ামী লীগ নেতা আব্দুল হামিদ, যুবলীগ নেতা ইউসুফ খান রবিন প্রমুখ।