স্বাধীনতা বিরোধীদের মত আগুন সন্ত্রাসীদেরও বিচার করা হবে : লিপি ওসমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের সহধর্মিণী ও নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি বলেছেন, আমাদের পক্ষ থেকে আপনাদের অনুরোধ। ভোট কেন্দ্রে যাবেন ভোট দিবেন। ভোট বানচালের জন্য ষড়যন্ত্র হচ্ছে। তাদের বলতে চাই, যারা ভোট বানচালের চেষ্টা করছে আমরা তাদের ভয়ে ভীত নই। আমরা তাদের ভয়ে ভীত না। কারও ষড়যন্ত্রে আমরা পা দেব না। ভোট দেব মাননীয় প্রধানমন্ত্রীকে আবারও প্রধানমন্ত্রী করবো। শনিবার (২৩ ডিসেম্বর) বিকেলে নাসিক ৬ নং ওয়ার্ডে সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি ও নাসিক কাউন্সিলর মতিউর রহমান মতির আয়োজনে শামীম ওসমানের পক্ষে নির্বাচনী উঠান বৈঠকে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন তিনি। তিনি আরও বলেন, যারা আগুন সন্ত্রাস করছে তারা আর যাই হোক জনগণের মঙ্গল চায় না। তাদের হিসাব দিতে হবে কেন মানুষকে পুড়িয়ে মারা হল। কেন বাসে আগুন দেয়া হল। কেন পুলিশকে কুপিয়ে মারা হল। এজন্যই ওরা ভোটে আসেনি। জনগণের প্রশ্নের উত্তর ওরা দিবে কি করে। তিন বছরের এক বাচ্চাকে পুড়িয়ে মেরে ফেলা হল। কী দোষ ছিল তার। এগুলোর বিচার করতে হবে। স্বাধীনতা বিরোধীদের বিচার যেভাবে হয়েছে এই আগুন সন্ত্রাসীদেরও বিচার করা হবে।তিনি বলেন, আপনারা এমন মানুষকে ভোট দিবেন যে সবসময় আমাদের পাশে থাকে, আমাদের উন্নয়নের কাজ করে। সুখে দুঃখে মানুষের পাশে থাকে। আমি নারায়ণগঞ্জের জনসাধারণ হিসেবে বলছি শামীম ওসমান সাহেব কাজ করে দেখিয়েছেন। উন্নয়ন হয়েছে কি না সেটার উত্তর আপনারা দিবেন। যদি উন্নয়ন হয়ে থাকে তাহলে তার জবাব আপনারা ভোটে দিবেন।আপনাদের জন্য যে মানুষটি কাজ করে চলছে আমরা তার হাত ধরে রাখবো। ভোট দেয়ার মাধ্যমে তার হাত ধরব। বাংলাদেশের মানুষ এখন অনেক স্মার্ট। তাদের এখন ভয় দেখানো যাবে না। তিনি আরো বলেন, আমরা আপনাদের পরিচিত করতে চাই মানুষ হিসেবে। নারী সমাজ কত শক্তিশালী হতে পারে তা আমাদের ধারণার বাইরে। আপনাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখে বলতে পারি আনন্দ ও উৎসবমুখর পরিবেশে আমরা ভোট দিব। কোন নাশকতায় কান দেব না। যদি দেখেন কেউ নির্বাচন বানচালের চেষ্টা করছে, সাথে সাথে আমাদের প্রতিনিধিদের জানাবেন৷ প্রশাসনকে জানাবেন। তাদের জবাব দেয়া হবে ব্যালটের মাধ্যমে। এসময় উঠান বৈঠকে কাউন্সিলর মতিউর রহমান মতি বলেন, দেশের অর্থ বিদেশে পাচারকারী তারেক জিয়া বিদেশে বসে বিলাসী জীবন যাপন করছে। তারেক জিয়া বিদেশে বসে নির্দেশ দিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশ ধ্বংসের পায়তারা করছে। মাফিয়া চক্রের সদস্য তারেক রহমান কারাগারের বাইরে থেকে দেশকে ধ্বংস করবে। তাই তারেক রহমানকে দেশে ফিরিয়ে সাজা কার্যকরের দাবি জানিয়ে মতি বলেন, আমরা চাই তাকে দেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তি দেয়া হোক। এজন্য কুটনৈতিক প্রচেষ্টা ও ইন্টারপোলের সহযোগিতা নেয়া হোক। দেশের অগ্রগতিকে নষ্ট করতে চায় বিএনপি। দেশের স্বাধীনতা ধ্বংস করার জন্য বিএনপির জন্ম হয়েছে।উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন শিল্পপতি জালাল উদ্দিন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব রিয়াজ উদ্দিন রেনু, নারায়ণগঞ্জ শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভুঁইয়া সাজনু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানপুত্র অয়ন ওসমান, কাউন্সিলর আলহাজ্ব মতিউর রহমান মতির সহধর্মিণী আওয়ামীলীগ নেত্রী মিসেস রোকেয়া রহমান, প্রয়াত শ্রমিক নেতা রেহান সাহেবের স্ত্রী সুফিয়া রেহান, নারায়ণগঞ্জ মহানগর মহিলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আমেনা খাতুন, জেলা যুব মহিলালীগের যুগ্ম আহবায়ক আসমা মাহবুব,নারায়ণগঞ্জ মহানগর যুব মহিলা লীগের আহ্বায়ক অ্যাডভোকেট সুইটি ইয়াসমিন, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সদস্য ও সুমিলপাড়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার মানিক মাষ্টার, বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন, সুমিলপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, সুমিলপাড়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জোবায়ের আলম হীরা, কেন্দ্রীয় কমিটির উপ-প্রচার সম্পাদক ও নাসিক ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আকতার হোসেন, আওয়ামী লীগ নেতা আব্দুল হামিদ, মো: নজরুল, মো: ফোরকান উদ্দিন, আইনুল হক প্রমুখ।