রূপগঞ্জে আওয়ামীলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

নারায়ণগঞ্জ প্রতিনিধি : আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আ’লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দোকানপাট ভাঙচুরসহ দেশীয় অস্ত্র নিয়ে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া চলে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ আটক ৮ জনকে আটক করে।

বৃহস্পতিবার রাত সাড়ে সাতটার দিকে উপজেলার কাঞ্চন বাজারে এলাকায় এ সংঘর্ষের ঘটনা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কাঞ্চন পৌর এলাকার রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাঞ্চন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসূল কলির সঙ্গে কাঞ্চন পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুর রহিম লিটুর দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিলো। বৃহস্পতিবার সন্ধ্যায় দ্বাদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দুই গ্রুপের লোকজন আওয়ামী লীগের প্রার্থী গোলাম দস্তগীর গাজীর সমর্থনে নৌকা প্রতীকের পক্ষে প্রচার-প্রচারণায় নামে। এসময় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে।

রূপগঞ্জ থানার ওসি দীপক কুমার সাহা জানান, আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। আটককৃত আটজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।