নারায়ণগঞ্জ প্রতিনিধি : রাজনীতির মাঠে বিএনপির কর্মীদের দুরবস্থার জন্য নিজেরা দায়ী নয় বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান। তিনি বলেছেন, লন্ডন থেকে বলে আগুন দাও। আগুন জ্বালিয়ে তারেক রহমান ভাইয়্যাকে পাঠায়। পরে সেই মামলায় চার্জশিট হলে আদালতে শাস্তি হবে।কাঁদবে কারা। তার পরিবার কাঁদবে। ওরাও তো আমাদেরই ছেলেমেয়ে। বিএনপির এসব ছেলেদের জন্য মায়া লাগে।
আজ বৃহস্পতিবার বিকেলে ফতুল্লার কাশিপুর ইউনিয়নে নির্বাচনী সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
শামীম ওসমান বলেন, বিএনপির ছেলেদের অগ্নিসন্ত্রাসের ভিডিও এবং ছবি প্রশাসনের কাছে আছে। আদালতে চার্জশিট হলে তারা কাঁদতে থাকবে। তারেক রহমান কিন্তু কাঁদবে না।
আমিও জানি ওরা অপরাধী না। আমি চেষ্টা করব ওদের সেভ করতে। আমার কথাকে দুর্বলতা ভাববেন না, আমি এতটা দুর্বল না।
তিনি বলেন, আমাকে মারার চেষ্টা করা হচ্ছে, আমি জানি। আমার জন্য একটাই দোয়া করবেন, আপনাদের ভালোবাসার প্রতিদান যাতে দিতে পারি। মা-বোনেরা আমাকে যেভাবে আজ আদর করেছে, আমি ভুলব না। আমি কখনো ভোট চাই না। কারণে আপনি আমার থেকে কম বুঝেন না। আমি নাটক করতে পারি না, আমি ভণ্ডামি করি না। রাজনীতিকে আমি ইবাদত হিসেবে দেখি।’