কে এই ‘জামাল-কদু’ গানের সুন্দরী মডেল

সবাই যেন কাঁপছে রাণবীরের ‘অ্যানিমাল’ জ্বরে।  ছবির দৃশ্য, ডায়লগ এবং গান- সবই ভাইরাল।  সিনেমায় আলাদাভাবে সকলের নজর কেড়েছে ‘জামাল-কদু’ গানটি।

ছবিতে ববি দেওলের আগমনী গান হিসেবে ব্যাকগ্রাউন্ড মিউজিকে ব্যবহৃত হয় ইরানের এই গান।  আর সেখানে ববির সঙ্গে ভাইরাল এই গানে অংশ নেওয়া এক তরুণীও।  কিন্তু কে এই সুন্দরী মডেল?

তানাজ দাউদি নামের এই সুন্দরী আসলে ইরানি মডেল এবং নৃত্যশিল্পী।  তনি নামেও তিনি পরিচিত।  তানাজ ভারতে কাজ করেন।

জামাল কুদুতে উপস্থিত হওয়ার আগে, তিনি বলিউডের বিভিন্ন গান এবং স্টেজ শো কাজ করেছেন।  নোরা ফাতেহি, বরুণ ধাওয়ান, জন আব্রাহাম এবং সানি লিওনের মতো তারকাদের সঙ্গে তাকে দেখা গেছে।  তবে বেশিরভাগ জায়গায় তার উপস্থিতি ছিল ব্যাকগ্রাউন্ডে।  জামাল কুদু গানেই প্রথমবার ক্যামেরার সামনে আসেন তিনি।

‘জামাল-কদু’ ভাইরাল হওয়ায় রাতারাতি সেনসেশন হয়ে উঠেছেন এই মডেল।  ছবিটি মুক্তির আগে তানাজের প্রায় দশ হাজার ইনস্টাগ্রাম ফলোয়ার ছিল।  মাত্র দুই সপ্তাহে সংখ্যাটি বেড়ে আড়াই লাখ পেরিয়ে গেছে, আর সেটি ক্রমাগত বেড়েই চলেছে।  গানটিতে সংক্ষিপ্ত উপস্থিতিই তানাজের জীবন বদলে দিয়েছে।