চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এ সময় উদ্ধার করা হয়েছে দুই হাজার ১৭ লিটার চোলাই মদ, মদ তৈরির বিভিন্ন উপকরণ, সরঞ্জামাদি ও এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট।
সোমবার (১৮ ডিসেম্বর) চান্দগাঁও থানার বরিশাল বাজার ময়দার মিল ও কালুরঘাট এলাকায় এ দুটি পৃথক অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন খাগড়াছড়ি জেলার দিঘীনালা থানার হেডম্যান পাড়া গ্রামের সিংকল চাকমা (২৮) ও একই থানার দক্ষিণ নুনছড়ি গ্রামের উজ্জল মনি চাকমা (৩৮), রাঙামাড়ি জেলার জুরাছড়ি থানার মগাছড়ি গ্রামের লক্ষীধন তঞ্চঙ্গ্যাঁ (২৪) এবং পিরোজপুর জেলার নাজিরপুর থানার রঘুনাথপুর গ্রামের মো. শহিদুল ইসলাম মৃধা (৫০)।
পুলিশ জানায়, গতকাল (সোমবার) রাতে চান্দগাঁও থানার বরিশাল বাজার ময়দার মিল এলাকার টাওয়ার বিল্ডিং এর ৫ম তলার একটি রুমে অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২ হাজার ১৭ লিটার দেশীয় তৈরি চোলাই মদ, ১১টি নিল রংয়ের প্লাস্টিকের কাল ঢাকনাযুক্ত ড্রাম, ২টি প্লাস্টিকের সাদা ও নীল জার, ২০টি বিভিন্ন রংয়ের ২৫০ মি.লি প্লাস্টিকের বোতল, ২টি সিলভার রংয়ের বড় পাতিল, একটি চোলাইমদ তৈরির কাজে বিশেষভাবে প্রস্তুতকৃত ছিদ্রযুক্ত প্লাস্টিকের পাইপ সংযুক্ত সিলভার রংয়ের পাতিল উদ্ধার করা হয়।

এর আগে, সন্ধ্যায় সাড়ে ৭টার দিকে চান্দগাঁও থানার কালুরঘাট ফেরীঘাট গামী রাস্তার মুখে অবস্থিত সিআরপি হাসপাতালের বিপরীতে চালানো পৃথক আরেক অভিযানে এক হাজার ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয় আরেক মাদক কারবারিকে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুইটি মামলা করা হয়েছে। তাদেরকে (মঙ্গলবার) আদালতে প্রেরণ করা হবে।