গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে দাউদ ইব্রাহিম

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের পলাতক আন্ডারওয়ার্ল্ড ডন হিসেবে খ্যাত দাউদ ইব্রাহিম। করাচির একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাকে। বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, তার শারীরিক অবস্থা বেশ আশঙ্কাজনক। তবে এ বিষয়ে নিশ্চিত করে কিছু জানানো হয়নি।

ইন্ডিয়া ট্যুডের এক প্রতিবেদন অনুযায়ী, দাউদ ইব্রাহিমের স্বাস্থ্যের বিষয়ে খোঁজখবর নেওয়ার চেষ্টা করছে মুম্বাই পুলিশ। তারা দাউদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করেছে বলেও জানা গেছে।

সামাজিক মাধ্যমে বেশ কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, তাকে বিষ প্রয়োগ করা হয়েছে। তবে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

বেশ কিছু সংবাদমাধ্যমের দাবি, করাচির হাসপাতালে কড়া নিরাপত্তায় রাখা হয়েছে দাউদ ইব্রাহিমকে। হাসপাতালের যে অংশে তিনি আছেন, সেখানে আর কোনো রোগীকে রাখা হয়নি। কাউকে ধারেকাছে যেতেও দেওয়া হচ্ছে না। সূত্রের খবর, গত দুদিন ধরেই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন দাউদ ইব্রাহিম।

৬৫ বছরের এই মোস্ট ওয়ান্টেড ডন কেন হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন তা নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে। অনেকেই বলছেন, দাউদকে বিষ খাওয়ানো হয়েছে। সে কারণেই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তবে আসলেই তার কী হয়েছে সে বিষয়ে কিছুই জানা যায়নি।

দাউদের পরিবারের পক্ষ থেকেও বিভিন্ন সংবাদমাধ্যমের কাছে বিষ প্রয়োগের জল্পনাকে ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে। দীর্ঘদিন ধরেই করাচিতে রয়েছেন দাউদ ইব্রাহিম।

মুম্বাইয়ের পুলিশ কনস্টেবলের পুত্র দাউদ ইব্রাহিম আশির দশকে ভারত থেকে পালিয়ে দুবাই যান। সেখান থেকে পাকিস্তানের সঙ্গে তার যোগাযোগ বাড়ে। জানা যায়, ১৯৯৩ সালের ১২ মার্চ মুম্বাইয়ে যে ধারাবাহিক বোমা বিস্ফোরণ হয়েছিল, তার মাস্টারমাইন্ড ছিলেন তিনি।