ফটিকছড়িতে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে ও প্রয়োজনীয় কাগজ দেখাতে না পারায় অভিযান চালিয়ে একই সঙ্গে হোটেল ২টি সিলগালা করেছে মোবাইল কোর্ট।
সোমবার (১৮ ডিসেম্বর) দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলা মোবাইল কোর্টের অভিযানে অসামাজিক ও বেআইনী কার্যক্রম পরিচালনা সহ গণ উপদ্রব সৃষ্টির অভিযোগের প্রেক্ষিতে নাজিরহাটের হৃদয় আবাসিক হোটেল ও হেঁয়াকোর ঈসা গেস্টহাউসে এ অভিযান চালানো হয়।
ফটিকছড়ি, ভূজপুর থানা পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এটিএম কামরুল ইসলাম।
প্রশাসনের উপস্থিতি টের পেয়ে কয়েক জন জানালা দিয়ে পালিয়ে যায় এবং মহিলাদের কাপড়-চোপড় সহ বিভিন্ন প্রসাধনী সামগ্রী পরে থাকতে দেখা যায়। এ সময় হোটেলের মালিকপক্ষ বা ব্যবস্থাপক কাউকেই সরেজমিন পাওয়া যায়নি এবং আবাসিক হোটেল পরিচালনার কোন আইনানুগ প্রমাণ নিয়ে কেউ ঘটনাস্থলে উপস্থিত হননি। স্থানীয় লোকজন বেআইনী কার্যকলাপ চলে বলে মোবাইল কোর্টকে জানালে মোবাইল কোর্ট হোটেল দুটি সিলগালা করে দেয়।
এছাড়াও হেয়াকো বাজারে একাধিকবার সতর্ক করা সত্ত্বেও বেআইনীভাবে দোকানের বাইরে সরকারি রাস্তা দখল করে ফলসহ অন্যান্য মালামাল রাখায় তা আইনানুগভাবে বাজেয়াপ্ত করে জনপ্রতিনিধির উপস্থিতিতে এতিমখানা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে দান করা হয়।
এছাড়াও সড়ক পরিবহন আইনে রেজিস্ট্রেশন, লাইসেন্সবিহীন মোটর সাইকেল চালনার দায়ে কয়েকজন আরোহীকে ১১টা মামলায় ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।