৪০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি

হঠাৎ অস্বাভাবিক হারে দেশজুড়ে পেঁযাজের দাম বাড়লেও টাঙ্গাইলের ভূঞাপুরে ৪০-৪৫ টাকা কেজি দরে পাতাঁসহ পেয়াঁজ বিক্রি হচ্ছে। ফলে বিক্রেতাদের স্বস্তি ফিরেছে।

শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকালে উপজেলার সাপ্তাহিক হাটবার শুক্রবার নিকরাইল হাট ও বঙ্গবন্ধু সেতু পূর্ব যমুনা সেতু পাথাইলকান্দি বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়।

সরেজমিনে হাট ঘুরে দেখা গেছে, বাজারে পাতাসহ পেঁয়াজ ৪০-৪৫ টাকা দরে কেজি বিক্রি হচ্ছে। তবে- পুরান পেঁয়াজ ১৩০ টাকা ও নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০ টাকা দরে।

পেঁয়াজ ক্রেতা আনোয়ার হোসেন বলেন- কয়েকদিন আগেও পাতাসহ পেঁয়াজ কিনেছি ১’শ থেকে ১২০ টাকা কেজি। সেই পেঁয়াজ ৪০-৪৫ টাকা দরে কিনলাম।

বিক্রেতা বাদশা মিয়া বলেন, মোকাম থেকে যখন বেশি দামে কিনতে হয়, তখন বেশি দামেই বিক্রি করি। গতকাল থেকে মোকামে পাতাসহ পেঁয়াজের দাম কমেছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাহিদুর রহমান বলেন, অসাধু ব্যবসায়ীরা যেন পেঁয়াজে নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সে লক্ষ্যে বাজার মনিটরিং কার্যক্রম চলমান।