খলনায়ক হয়ে আসছেন সিয়াম
‘চকলেট বয়’ ইমেজ থেকে নিজেকে বের করার চেষ্টা করছেন সিয়াম আহমেদ। এবার তিনি অভিনয় করলেন খল চরিত্রে। তবে কোনো সিনেমায় নয়, ‘লটারি’ নামে ওয়েব সিরিজে সিয়ামকে এই নেগেটিভ চরিত্রে দেখা যাবে।
ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন ভিকি জাহেদ। ইতোমধ্যে কাজটির শুটিং শেষ হয়েছে।
খল চরিত্র নিয়ে সিয়াম বললেন, ‘আমার ক্যারিয়ারে সবচেয়ে ডার্ক এবং নেগেটিভ চরিত্র হতে যাচ্ছে এটি। প্রথমবার এমন চরিত্র নিয়ে আসছি। আমি জানিনা দর্শক কীভাবে প্রতিক্রিয়া দেবেন। কিন্তু আমি কাজটি নিয়ে এক্সাইটেড। ’
শিগগির মুক্তি পেতে যাওয়া ‘লটারি’ ড্রামা, সাসপেন্স ও থ্রিলারের মিশ্রণে নির্মিত। সিয়াম ছাড়াও এতে অভিনয় করেছেন সাফা কবির, মনোজ প্রামাণিক প্রমুখ।
নাটকে পরিচিতি পাওয়ার পর সেখান থেকে ২০১৮ সালে চলচ্চিত্রে আসেন সিয়াম। রায়হান রাফির পরিচালনায় ‘পোড়ামন ২’ ছবি দিয়ে নজর কাড়েন। পরে ব্যাক টু ব্যাক চার বছরে দশটির মতো ছবিতে অভিনয় করেন তিনি। অর্জন করেন দু’বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার।