সারা দেশের ৪৪ প্রেক্ষাগৃহে শুক্রবার (১৫ ডিসেম্বর) মুক্তি পেল বাংলাদেশের নির্মাতা সঞ্জয় সমদ্দার পরিচালিত ভারতীয় বাংলা সিনেমা ‘মানুষ’। ওপার বাংলার জনপ্রিয় চিত্রনায়ক জিতের বিপরীতে সিনেমাটিতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম।
অপরাধমূলক কাহিনী নিয়ে তৈরি হয়েছে ‘মানুষ’ চলচ্চিত্র। কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের পাশাপাশি সিনেমাটি প্রযোজনা করেছেন জিৎ। তিনি ও বিদ্যা সিনহা মিম ছাড়াও এতে আরও অভিনয় করেছেন জিতু কমল, সুস্মিতা প্রমুখ।
জিতের জিৎ ফিল্মস অ্যান্ড গ্রাসরুট এন্টারটেইনমেন্ট প্রযোজিত এ সিনেমা আমদানি করেছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। গেল সপ্তাহেই সিনেমাটির জন্য তথ্য মন্ত্রণালয়ের অনুমতি পান বলে জানিয়েছেন পরিবেশক প্রতিষ্ঠানটির কর্ণধার অনন্য মামুন।
সিনেমাটির মুক্তি প্রসঙ্গে নির্মাতা সঞ্জয় সমদ্দার বলেন, ভারতের পর বাংলাদেশেও ‘মানুষ’ মুক্তি পাচ্ছে। আপনারা সবসময় আমাকে ভালোবাসা দিয়েছেন, বড় পর্দায় দেখে বলবেন কেমন লাগলো।
এর আগে গত ২৪ নভেম্বর ভারতে মুক্তি পেয়েছে ‘মানুষ’। ভারতের সঙ্গে মুক্তির কথা থাকলেও তা পিছিয়ে যায়। অবশেষে গেল বুধবার (১৩ ডিসেম্বর) বাংলাদেশে বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পায় ‘মানুষ’।