বুবলী জানালেন শ্রদ্ধা, অপু দিলেন খোঁচা

একটা সময়ে ঢালিউড সুপারস্টার শাকিব খানের ঘরনী ছিলেন ঢাকাই সিনেমার দুই চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী।  আর এই দুই চিত্রনায়িকার মধ্যে সম্পর্কের রসায়ন কেমন, সেটা ভক্তদের বেশ ভালো করেই জানা।  পর্দা হোক কিংবা বাস্তবে, এই দুই অভিনেত্রী একে অন্যকে খোঁচা দিয়ে কথা বলতে বেশ দক্ষ।

গত নভেম্বরে গানবাংলা টেলিভিশনের চেয়ারপারসন ফারজানা মুন্নী এক ফেসবুক স্ট্যাটাসে দাবি করেন, তার স্বামী চ্যানেলটির কর্ণধার কৌশিক হাসান তাপসের সঙ্গে প্রেম করছেন বুবলী।  এতেই আরেকটা সুযোগ পেয়ে যান অপু।

এরপরেই রাত সাড়ে তিনটা নাগাদ মুন্নীর মোবাইল ফোনে কল করে বুবলীর নামে বিষদগার করেন।  পরে ওই কল রেকর্ড থেকে নিজের কণ্ঠ মুছে তা অনলাইনে ছেড়ে দেন।  মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।

বিষয়টি নিয়ে এতদিন চুপ থাকলেও সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে সেই ফোনালাপ প্রসঙ্গে কথা বলেছেন ফারজানা মুন্নী।  যেখানে তিনি সরাসরি জানিয়েছেন, অপু বিশ্বাস তার অনুমতি না নিয়েই কলটি রেকর্ড করেছেন।

সবশেষ কৌশিক হোসেন তাপসের স্ত্রী জানান, ‘‘টিএম ফিল্মসের ব্যানারে ‘খেলা হবে’ সিনেমাটি বুবলীকে নিয়েই তৈরি করা হবে। ’’ যার মানে দাঁড়ায়, তাপসের সঙ্গে বুবলীর প্রেমের সম্পর্কের গুঞ্জনের ইতি ঘটলো।  ফারজানা মুন্নী-শবনম বুবলীর সম্পর্ক স্বাভাবিক হলো।  স্বাভাবিকভাবেই এই সাক্ষাৎকারটি প্রকাশের পর বুবলীর নামের পাশে তাপসের সঙ্গে প্রেমের সম্পর্কের ‘বদনাম’ ঘুচল।

এরপর সেই সাক্ষাৎকারটি শেয়ার দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বুবলী।  তাপস-মুন্নীর সাক্ষাৎকারটি ফেসবুকে শেয়ার করে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বুবলী লিখেছেন, “আমাদের ইন্ডাস্ট্রির সবচেয়ে মার্জিত দম্পতি! কৌশিক হোসেন তাপস ভাইয়া ও ফারজানা মুন্নী আপুর প্রতি শ্রদ্ধা রইল। ”

এদিকে এই সাক্ষাৎকার প্রকাশের পরেই বুধবার মধ্যরাতে ফেসবুকে রহস্যময় এক স্ট্যাটাস দিয়েছেন অপু বিশ্বাস।  যেখানে কারো নাম না বলে অপু ক্লিখেন, “মানুষ হয়ে বিপদে আছি।  চারপাশে সব ফেরেশতা।  এতদিন আমার আবেগ কাজ করেছে, বিবেক কাজ করেনি।  স্ক্রিপ্ট অনেক দুর্বল। ”