আবহমান বাংলার ঐতিহ্যে লালিত সামনে রেখে সন্দ্বীপ উপজেলা আকবরহাট বাজারে উত্তরা ব্যাংক পিএলসির উপ-শাখা আজ বৃহস্পতিবার ১৪ ডিসেম্বর সকালে উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে আকবরহাট উপ-শাখার সহকারি ব্যবস্থাপক ইমাম হোসেনের সভাপতিত্বে জুম মিটিংয়ের মাধ্যমে উদ্বোধন করে উত্তরা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ রবিু্ল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জোনের ডিপুটি জেনারেল ম্যানেজার ও জোনাল হেড মো. লিটন পাশা খান, সন্দ্বীপ উপজেলা শাখা ব্যবস্থাপক সন্জীব দাশ, আকবরহাট বাজারে বিশিষ্ট ব্যবসায়ী মাহফুজ সওদাঘর, বাবুল মজুমদার, মো, শাহাদাত প্রমূখ।