আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন জেরিন খান

ভারতের শিয়ালদহ আদালতে আত্মসমর্পণ করলেন বলিউড অভিনেত্রী জেরিন খান।  শিয়ালদহ আদালতের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় বিচারক শুভজিৎ রক্ষিতের এজলাসে সোমবার (১১ ডিসেম্বর) হাজিরা দিয়ে জামিন পেলেন এই অভিনেত্রী।

মামলার শুনানি চলাকালে এজলাসে দাঁড়িয়েছিলেন জারিন খান।  অন্তর্বর্তী জামিন মঞ্জুর হওয়ার পর আদালত কক্ষ ছাড়েন তিনি।

বিচারক শুভজিৎ রক্ষিত তাকে শর্তসাপেক্ষে অন্তর্বর্তী জামিন দিয়েছেন।  ৩০ হাজার রুপির বন্ডে এ জামিন পেয়েছেন তিনি।  সেই জামিনের শর্ত, আদালতের অনুমতি ছাড়া বিদেশে যেতে পারবেন না জেরিন।  প্রতিটি শুনানিতে অভিনেত্রীকে আদালতে হাজির থাকতে হবে।  মামলার পরবর্তী শুনানি ২৬ ডিসেম্বর।

উল্লেখ্য, ২০১৮ সালে কালীপূজা উদ্বোধনে জেরিন খানের যাওয়ার কথা ছিল কলকাতায়।  ৪২ লাখ রুপির বিনিময়ে অভিনেত্রীর সঙ্গে চুক্তি করেছিল নারকেলডাঙা থানা এলাকার একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান।  ৫ নভেম্বর কালীপূজার উদ্বোধন করার জন্য চুক্তি হলেও তিনি উদ্বোধন করতে যাননি।  টাকাও ফেরত দেননি বলে অভিযোগে বলা হয়।

এ ঘটনায় ২০১৮ সালের ২৭ নভেম্বর নারকেলডাঙা থানায় জেরিন ও তার সেক্রেটারির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করা হয়।  দুজনের বিরুদ্ধে নারকেলডাঙা থানার পুলিশ শিয়ালদহ আদালতে চার্জশিট দাখিল করে।  সেই মামলায় সোমবার আদালতে হাজির হন বলিউড তারকা সালমান খানের নায়িকা জেরিন খান।