নারায়ণগঞ্জে দুই প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেলো ৩ জনের

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে দুই প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও পাঁচ জন। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে পূর্বাচলের শেখ হাসিনা সরণীতে এ ঘটনা ঘটে।

নিহত তিন জনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলের রাজধানীর সেগুনবাগিচা এলাকার ব্যবসায়ী নুরুল ইসলাম। নিহত বাকি দুই জনের পরিচয় এখনও পাওয়া যায়নি। আহতরা হলেন- নিহত নুরুল ইসলামের ছেলে পাপ্পু, চালক শুক্কুর আলী, আরেক প্রাইভেটকারের চালক মিলনসহ পাঁচ জন।

পূর্বাচল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার উদ্দিপন ভক্ত জানান, সকাল ১০টায় বেপরোয়া গতিতে আসা কুড়িল বিশ্বরোডগামী একটি যাত্রীবাহী প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের এক পাশ থেকে আরেক পাশে ছিটকে পড়ে। এ সময় কাঞ্চনগামী একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও জানান, সংঘর্ষে দুই প্রাইভেটকারের চালকসহ আট জন গুরুতর আহত হন। আহত‌দের উদ্ধার করে রাজধানীর কুর্মিটোলা জেনালের হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তিন জনকে মৃত ঘোষণা করেন।