মৃত্তিকার কাহিনি তুলে আনল অ্যাঁভাগার্ড

চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম’ আয়োজিত গ্রুপ থিয়েটার উৎসবে অ্যাঁভাগার্ড পরিবেশন করেছে নাটক নবান্ন ফিরে আস। ১২দিন ব্যাপী উৎসবের ১০ম দিনে ২৬ ডিসেম্বর চট্টগ্রাম শিল্পকলা একাডেমি মিলনায়তনে পরিবেশিত নাটকটি রচনা করেছেন সুমন টিংকু ও নির্দেশনা দিয়েছেন মোসলেম উদ্দিন সিকদার।

নাটকটিতে উঠে আসে, মৃত্তিকার কাহিনি। মৃত্তিকালঙ্গ সন্তানগণ মৃত্তিকাগ্ন হয়েই জন্মস্বাদ আস্বাদন করে আনন্দিত হয়। সনাতন মৃত্তিকাই গর্ভধারিণী, তাদের। তাদের পারস্পরিক সহজাত ভালোবাসার সম্পর্ক অনাদিকালের। মাতৃদুগ্ধের সাথে গর্ভজাতের এই নাড়ির বন্ধনের মতোই এই সম্পর্ক। অথচ লোভের বশবর্তী সন্তান মা-রূপী মাতৃভূমির ক্ষতি করতেও দ্বিধা করে না।

ইতিহাস অবাক নয়নে দেখে, জননী হত্যাযজ্ঞের মঞ্চ সাজায় তারাই আত্মজ। সাম্রাজ্যবাদের কালো থাবায় অসহায় আত্মসমর্পণ করতে উদ্যত মৃত্তিকা-সন্তান প্রতিরোধের আগুন নিয়ে কালপুরুষের তেজোদৃপ্ততায় রুখে দাঁড়ায় সীতা দেবীরূপী রক্তাম্বরধারিণী জননী।

অভিনয়ে অংশ নেন শামসুল কবির লিটন, রহিমা খাতুন লুনা, রেহেনা আক্তার, রেজাউল করিম, মোঃ পারভেজ, হেমা বড়ুয়া, মোঃ আতিকুর রহমান, মোঃ জানে আলম, নাহিদ আফরোজ, অপেক্ষা বড়ুয়া, ফরহাদ আহমেদ, নুহাশ আলম, সাফাত জামিল ও শাহানা আক্তার।

এর আগে নাট্যকর্মী গৌতম চৌধুরীর উপস্থাপনায় সন্ধ্যে ৬টায় অনিরুদ্ধ মুক্তমঞ্চে দলীয় নৃত্য পরিবেশন করে সৃষ্টি কালচারাল ইনস্টিটিউট এবং বৃন্দ আবৃত্তিতে অংশ নেয় শব্দনোঙর আবৃত্তি সংগঠন ও উৎসব ঘোষণা পাঠ করেন নাট্যকর্মী মোস্তফা মানিক।