উখিয়ায় দুর্বৃত্তের গুলিতে রোহিঙ্গা নেতা নিহত

কক্সবাজারের উখিয়ার বালুখালী ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে এক রোহিঙ্গা মাঝি (নেতা) নিহত হয়েছেন।

সোমবার (২৬ ডিসেম্বর) সকাল পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।  নিহত মোহাম্মদ শফি উল্লাহ (৩৮) বালুখালী ক্যাম্পের ৮ ইস্ট, ব্লক-১৬ এর বাসিন্দা।  তিনি ওই ক্যাম্পের হেড মাঝি ছিলেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে শফি উল্লাহ নামের একজন গুলিবিদ্ধ হন।  শফি উল্লাহকে দ্রুত হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে।

কারা এ ঘটনা ঘটিয়েছে তা অনুসন্ধান করা হচ্ছে জানিয়ে ওসি বলেন, অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।