দেশের ৫৩তম বিজয় দিবসকে সামনে রেখে পথ আবৃত্তি অনুষ্ঠান আয়োজন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) আবৃত্তি মঞ্চ।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর ) দুপুর ৩টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ পথ আবৃত্তি অনুষ্ঠিত হয়।
এদিন জাতীয় সংগীত দিয়ে শুরু হয় ত্রিশ লক্ষ শহীদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানটি।
এতে উদ্বোধনী বক্তব্য রাখেন চবির দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ও চবি আবৃত্তি মঞ্চের প্রধান উপদেষ্টা ড. মাছুম আহমেদ।
তিনি বলেন, ‘আমাদের সমাজে কতিপয় দুর্বৃত্ত রয়েছে যারা এখনো পরাধীনতার শৃ্ঙ্খলে আবদ্ধ হতে ভালোবাসে তাদের আমরা ধিক্কার জানাই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চ সেখানে সজাগ দৃষ্টি রাখবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে ফ্রিডম অফ বারডেনকে মোচন করা, স্বাধীনতাকে অর্থবহ করে তোলা এবং শব্দ সৈনিকদের একটা বিরাট ভূমিকা রয়েছে বলে আমি মনে করি।’
এতে আরও উপস্থিত ছিলেন চবির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক ড. মো আহসানুল কবীর পলাশ।
অনুষ্ঠাতে উম্মে সালমা নিঝুম ও ইসরাত জাহান রুপার সঞ্চালনায় আবৃত্তি পরিবেশন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চের সদস্যরা।
অনুষ্ঠানে আমন্ত্রিত সংগঠন রঁদেভূ শিল্পীগোষ্ঠী, অঙ্গন, চবি প্রথম আলো বন্ধুসভা, উদীচী, চবি সংসদ, লোকজ সাংস্কৃতিক সংগঠন এবং সম্মিলিত আবৃত্তি জোটভুক্ত সদস্য দলগুলোর শিল্পীরা গান-আবৃত্তি ও নৃত্য পরিবেশ করেন।
পরে সন্ধ্যায় মঙ্গল প্রদীপ ও মশাল প্রজ্জ্বলন করা হয়। এছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর নবীন সঙ্গীতশিল্পী রাজন সরকার এবং তার দল সঙ্গীত পরিবেশন করেন।