১০ দফা দাবি আদায়ে বিএনপির গণমিছিলের পাশাপাশি চট্টগ্রামে ঝটিকা মিছিল করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। যদিও পুলিশ তা ভেস্তে দিয়েছে। পুলিশ জামায়াতের ঝটিকা মিছিল থেকে ৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করে।
শনিবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে পাঁচলাইশ থানার শুলকবহর এলাকা থেকে ১০ দফা দাবিতে মিছিল বের করলে তাদের গ্রেপ্তার করা হয়। যদিও গ্রেপ্তার করা নেতাকর্মীদের নাম-ঠিকানা জানায়নি পুলিশ।
দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে দেশব্যাপী জেলা ও মহানগরে আজ শনিবার গণমিছিল কর্মসূচি ঘোষণা করে বিএনপি। এসব দাবি আদায়ে বিএনপির পাশাপাশি বিভাগীয় শহর ও জেলায় জেলায় গণমিছিল করার ঘোষণা দেয় জামায়াতে ইসলামীও।
পাঁচলাইশ থানার ওসি নাজিম উদ্দীন বলেন, ‘শুলকবহর এলাকা থেকে মিছিলটি বের করে জামায়াত ইসলামী। সেখানে অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক করা হয়। পরে যাচাই-বাছাই শেষে ৮জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া মিছিলে অংশ নেওয়া জামায়াত নেতাসহ গ্রেপ্তার ৮জনকে আসামি করে মামলার প্রস্তুতি চলছে।’
শুলকবহর মাদ্রাসার সামনে থেকে শুরু হওয়া মিছিলটিতে নেতৃত্ব দেন নগর জামায়াতের আমির মাওলানা মুহাম্মদ শাহজাহান। এতে সিনিয়র নায়েবে আমির নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক নুরুল আমিনসহ নগর জামায়াতের নেতারা অংশ নেন।