টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ,একাদশে নেই বদল

মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।স্বাগতিকরা এ ম্যাচের একাদশে কোনো বদল আনেনি।

অনুশীলনে চোট পেয়েছিলেন নাইম। শঙ্কা ছিল দ্বিতীয় টেস্ট নিয়ে। তবে, শেষ পর্যন্ত মিরপুর টেস্টে দেখা যাবে তাকে।

সিলেট টেস্টের একাদশে কোনো বদল না এনেই মিরপুরে মাঠে নামছে বাংলাদেশ।এই ম্যাচেও এক পেসার নিয়েই মাঠে নামছে তারা।মূলত সিলেট টেস্টের দলটাকেই দেখা যাবে মিরপুরে।

অন্যদিকে নিউজিল্যান্ডের একাদশে এসেছে একটি পরিবর্তন । সিরিজ ড্র করতে জয়ের বিকল্প নেই তাদের সামনে।আগের ম্যাচে ব্যাটে-বলে ব্যর্থ ছিলেন ইশ সোধি। সিলেটের উইকেটে এই লেগ স্পিনার মোটেই সুবিধা করতে পারেননি।এমন অবস্থায় ইশ সোধিকে বাদ দিয়ে মিচেল স্যান্টনারকে নিয়েছে তারা।

বাংলাদেশ একাদশ:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, শাহাদাত হোসেন, মাহমুদুল হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান (উইকেটরক্ষক), তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, নাঈম হাসান ।

নিউজিল্যান্ড একাদশ:
টিম সাউদি (অধিনায়ক), ডেভন কনওয়ে, টম ল্যাথাম, কেইন উইলিয়ামসন, হেনরি নিকোলস, ড্যারিল মিচেল, টম ব্লান্ডেল (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, কাইল জেমিসন, মিচেল স্যান্টনার, এজাজ প্যাটেল।