জাহান সুলতানার গল্প ও রচনায় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও সাদিয়া আয়মান অভিনীত ওয়েবফিল্ম ‘মায়াশালিক’-পরিচালনা করেছেন শিহাব শাহীন।
‘মায়াশালিক’-এর গল্পে উঠে এসেছে একজন অবসরপ্রাপ্ত তরুণ সামরিক কর্মকর্তাকে ঘিরে। শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হওয়ায় সেনাবাহিনীর চাকরি ছাড়েন তিনি। ডিপ্রেশন থেকে মুক্তি পেতে শহরের কোলাহল থেকে দূরে এক জায়গায় চলে যান। যেখানে মোবাইল ফোনের নেটওয়ার্ক নেই। সেখানে এক মেয়ের প্রেমে পড়েন তিনি। এসব নিয়ে গল্প এগোতে থাকে।
নির্মাতা শিহাব শাহীন জানান, আর্জেন্টিনার বিশ্বকাপ বিজয় উপলক্ষে ওয়েবফিল্মটি বিঞ্জে-এ সম্পূর্ণ ফ্রি দেখা যাচ্ছে। ছবিটির প্রিমিয়ার হয়েছে ১৯ ডিসেম্বর। বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে এই প্রিমিয়ারের আয়োজন করা হয়। ওয়েবফিল্মটি দেখা যাবে ‘বিঞ্জে’। সম্পূর্ণ ফ্রিতে দেখা যাবে এটি।
সিনেমাটি মুক্তির অল্প সময়ের মধ্যেই দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে। দর্শক প্রশংসার পাশাপাশি ওটিটিতে ইতিমধ্যে রেকর্ডও গড়ে ফেলেছে এটি। মুক্তির ৪৮ ঘণ্টার মধ্যে সিনেমাটির ওয়াচটাইম ভিউ হয়েছে ১৮ লাখেরও বেশি, যা প্লাটফর্মটির অন্য কোন কনটেন্টে হয়নি। এমন সাফল্যে উচ্ছ্বসিত পরিচালক থেকে শুরু করে কলাকুশলী সবাই।
সাইন্স ফিকশনের সঙ্গে রোমান্টিক ফ্যান্টাসির মিশেলে রহস্যে ঘেরা এ সিনেমায় অপূর্ব ও সাদিয়া ছাড়া আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, ইমতিয়াজ বর্ষণ প্রমুখ।