বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র করতে কিছু ঘটানোর চেষ্টা হচ্ছে : শামীম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য কিছু ঘটনা ঘটানোর চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান। তিনি বলেন, ‘পুলিশে ঢাকার দায়িত্বে যিনি আছেন,এ বিষয়ে আমার নলেজে যতটুকু আছে,সেগুলো তাকে জানাতে চাই। সে কারণেই আমি ডিবিতে এসেছি।

বুধবার (২৯ নভেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে এসে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বাংলাদেশে কিছু ঘটনা ঘটানোর চেষ্টা করা হচ্ছে। যে ঘটনাগুলো বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা। যারা বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র বানাতে চায়, বাংলাদেশকে এমন একটি জায়গায় নিয়ে যেতে চায়— যেখান থেকে উঠে আসাটা খুব কঠিন হবে।’

শামীম ওসমান আরও বলেন, ‘আপনারা জানেন যে, ছাত্র রাজনীতি করতে করতে এতদূর এসেছি। আমি গতকাল (মঙ্গলবার) একটি সংবাদ সম্মেলন করে বলেছি— যেটা আপনারা দেখেছেন। কয়েকদিন আগে পুলিশকে কুপিয়ে মারা, সাংবাদিকদের মারা, গাড়িতে বোমা মেরেছে। এ ধরনের বেশকিছু তথ্য শেয়ার করা এবং জানানোর জন্য ডিবিতে এসেছিলাম। এখানে আমি এমপি হিসেবে আসিনি, একজন সাধারণ মানুষ হিসেবে এসেছি।’

তিনি আরও বলেন, ‘সেই দেশই উন্নত হয়, যে দেশের মানুষ দেশের বিরুদ্ধে কিংবা সমাজের বিরুদ্ধে কোনও ঘটনা জানতে পারলে, সেগুলো যদি দায়িত্বশীল কর্তৃপক্ষকে জানায়। এটি দেশের সব মানুষের দায়িত্ব। আমি সংসদ সদস্য হিসেবে না, আওয়ামী লীগেরও কোন নেতা হিসেবে না, যেহেতু রাজনীতি দীর্ঘদিন ধরে করি— তাই বিভিন্ন খোঁজখবর পাই। সেই তথ্য সঠিক কিনা, সেটা দেখার দায়িত্ব তো আমার না। সেটা দেখার দায়িত্ব প্রশাসনের।’ এর আগে গত ২০ নভেম্বর শামীম ওসমান জানিয়েছিলেন, তাকে অপরিচিত নম্বর থেকে কল করে হত্যার হুমকি দেওয়া হয়েছে।