চট্টগ্রামের সাতকানিয়ায় হত্যাকাণ্ডের দুই বছর পর প্রধান আসামি আওয়ামী লীগ নেতা শহিদুল্লাহ চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার বাজালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং ছত্তার চৌধুরীর ছেলে।
মঙ্গলবার (২৮ নভেম্বর) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর নুর আহমেদ।
জানা গেছে, শহিদুল্লাহ চৌধুরী ২০২২ সালে বাজালিয়া ইউনিয়নে ইউপি নির্বাচনে নৌকার প্রতীক না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে লড়ছিল বর্তমান চেয়ারম্যান তাপস দত্তের বিরুদ্ধে। সে সময় ইউপি নির্বাচনে ব্যাপক সংঘর্ষ হয়। ফলে তাপস দত্তের পক্ষের আব্দুস শুক্কুর নামে এক সমর্থককে গুলি করে হত্যা করা হয়। ওই হত্যাকাণ্ডের এক নম্বর আসামি করা হয় শহিদুল্লাহ চৌধুরীকে।
মামলায় অপরাপর আসামি গ্রেফতার হয়ে জেল খেটে কেউ কেউ জামিনে বের হলেও প্রধান আসামি শহিদুল্লাহ চৌধুরী ছিলেন ধরাছোঁয়ার বাইরে। সর্বশেষ মঙ্গলবার ভোররাতে নগরীর খুলশী থেকে তাকে গ্রেফতার করা হয় বলে সূত্র নিশ্চিত করেন।
ডিবির ওসি নুর আহমেদ আরও বলেন, গ্রেফতারের পর হত্যা মামলার ওই আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়, তাকে গ্রেফতারের পর আইনশৃঙ্খলা বাহিনী সাতকানিয়া থানায় হস্তান্তর করেন। কিন্তু উক্ত মামলা ডিবিতে তদান্তাধীন থাকায় ডিবি পুলিশ আবার সাতকানিয়া থানা থেকে নিয়ে গেছেন।