চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে দেশের পর্যটন খাত চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। নিরাপত্তার অভাব বোধ করায় অনেক দেশী বিদেশী পর্যটক তাদের ট্যুর বুকিং বাতিল করছেন। সারা বিশ্বে পর্যটকের সংখ্যা প্রতিনিয়ত বাড়লেও বিদেশি পর্যটকদের আমরা সেভাবে আকর্ষণ করতে পারছি না। ফলে আমাদের দেশে ব্যাপক সম্ভাবনা থাকার পরও পর্যটনশিল্পে খুব একটা বিকাশ ঘটেনি।
সাম্প্রতিক সময়ে দেশে ঘটা রাজনৈতিক অস্থিরতায় পর্যটন শিল্প ব্যাপকহারে ধ্বসে পড়েছে। গণমাধ্যমে প্রকাশিত সংবাদ সূত্রে জানা যায়, পর্যটন নগরী কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি ও সেন্টমার্টিন ছাড়াও দেশের অন্যান্য জেলা ও শহরে একের পর এক বাতিল হচ্ছে পর্যটকদের ভ্রমণের বুকিং। এ সময়ে অন্যান্য বছর এ পর্যটন নগরীর হোটেল-রিসোর্টে লাখো পর্যটকের আনাগোনা থাকলেও গত দুই সপ্তাহ প্রায় ফাঁকা ছিল জেলার পাঁচ শতাধিক হোটেল-মোটেল ও গেস্টহাউজ।
এ অবস্থায় বিপুল অঙ্কের লোকসান হয়েছে বলে দাবি পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীদের। পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অস্থিরতার কারণে পর্যটন মৌসুমের শুরুতে তারা ধাক্কা খেয়েছেন। অন্যান্য বছর এ সময়ে দেশি-বিদেশি পর্যটকরা ভিড় করলেও এ বছর ভিন্ন চিত্র লক্ষ করা যাচ্ছে। জানা যায়, রাস্তাঘাটে সংঘাত-সংঘর্ষের কথা চিন্তা করে বহু ভ্রমণপিপাসু কক্সবাজারে ভ্রমণ পরিকল্পনা বাতিল করছেন।
আমাদের দেশে পর্যটন শিল্পে রয়েছে ব্যাপক সম্ভাবনা। এ সম্ভাবনা কাজে লাগাতে কক্সবাজার ও এর আশপাশে বেশকিছু প্রকল্প বাস্তবায়িত হয়েছে, বেশকিছু প্রকল্প বাস্তবায়নের কাজ চলমান রয়েছে। পর্যটন খাতের সম্ভাবনা কাজে লাগাতে দেশের অন্যান্য স্থানেও প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া দরকার।
আমরা যদি লক্ষ্য করি, পর্যটন খাতের সুযোগ কাজে লাগিয়ে শ্রীলঙ্কার মতো একটি দেশ ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে। ভুটান-নেপালের মতো দেশ এ খাতের উপর নির্ভরশীল। আমাদের পাশের দেশ ভারত, শুধু পর্যটন খাতকে কাজে লাগিয়েই বছরে বিলিয়ন ডলারের ব্যবসা করছে। এ উদাহরণ থেকে এটাই স্পষ্ট, যথাযথ পদক্ষেপ নিলে অল্প সময়েই পর্যটন খাতে ঘুরে দাঁড়ানো সম্ভব।
বাংলাদেশে রয়েছে বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত, সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন বিশ্ব ঐতিহ্য সুন্দরবন, রয়েছে অসংখ্য হাওড়-নদী-নালা-খাল-বিল ছাড়াও প্রচুর ঐতিহ্য। এত সম্ভাবনা থাকা সত্ত্বেও বিশ্বে পর্যটন খাতে আমরা পিছিয়ে আছি। তা কী কখনো খতিয়ে দেখা হয়েছে? এ খাতে আমাদের সম্ভাবনাগুলো কাজ লাগানোর উদ্যোগ নেয়া খুবই জরুরি।