প্রিমিয়ার-ইউটিএস যৌথ শিক্ষা কার্যক্রম উদ্বোধন

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে অস্ট্রেলিয়ার ঐতিহ্যবাহী ইউনিভার্সিটি অব টেকনোলজি সিডনি’র (ইউটিএস) যৌথ শিক্ষা কার্যক্রমের উদ্বোধন হয়েছে। শনিবার (১৫ অক্টোবর) সকালে চট্টগ্রাম নগরীর দামপাড়ায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাই কমিশনার জেরেমি ব্রুর এবং শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ব্রুর বলেন, গত ৩১ জানুয়ারি বাংলাদেশের সঙ্গে অস্ট্রেলিয়ার সম্পর্কের ৫০ বছর উদযাপন করা হয়েছে। শিক্ষা, মাইগ্রেশন ও ক্রিকেট- এই তিনটি ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক অত্যন্ত আন্তরিক।

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, বৈশ্বিক প্রেক্ষাপটে শিক্ষার্থীদের খাপ খাওয়ানোর পরিকল্পনা থেকে ইউটিএস এবং প্রিমিয়ার ইউনিভার্সিটির এই যৌথ প্রয়াস।

তিনি বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশের শিক্ষাকে আন্তর্জাতিক মানে নিয়ে যাওয়ার যে উদ্যোগ নিয়েছেন, এই কার্যক্রম তারই অংশ। বাংলাদেশের অন্যান্য পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো এ ধরনের কাজে এগিয়ে আসবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইউটিএস’র ব্যবস্থাপনা পরিচালক আলেক্স মারফি, বাংলাদেশ এডুকেশন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের (বেরি) সিইও ড. আরিফ জোবায়ের, প্রোগ্রামের সমন্বয়কারী ও প্রিমিয়ার ইউনিভার্সিটির প্রকৌশল ও বিজ্ঞান অনুষদের ডিন তৌফিক সাঈদ।

অনুষ্ঠানে জানানো হয়, উদ্ভাবনী শিক্ষণ পদ্ধতির জন্য ব্যাপকভাবে পরিচিত ও বিখ্যাত ‘ইউটিএস’ অস্ট্রেলিয়ার সিডনির প্রাণকেন্দ্রে অবস্থিত। অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম সারির প্রতিষ্ঠান হিসেবে এর পরিচিতি আছে, যারা অনলাইন ও অফলাইনে শিক্ষা দেয়। ইউটিএস প্রিমিয়ার ইউনিভার্সিটির সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে ২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে তাদের কার্যক্রম শুরু করবে। তাদের সঙ্গে আরও থাকছে বাংলাদেশ এডুকেশন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট (বেরি)। ডিগ্রি চালুর প্রথম বর্ষে শিক্ষার্থীরা কম খরচে ভর্তি হতে পারবেন।