মনোনয়নপত্র জমা দিলেন শামীম ওসমান

আহসান হাবিব সোহাগ:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে শামীম ওসমানের পক্ষে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম জমা দেয়া হয়েছে। মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এই মনোয়ন ফরম জমা দেন তার ব্যক্তিগত সহকারী হাফিজুর রহমান মান্না।

মনোনয়ন ফরম জমা দেয়ার তথ্যটি নিশ্চিত করে হাফিজুর রহমান মান্না জানান, আজ সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন পত্রটি জমা দেয়া হয়েছে।

প্রসঙ্গত: নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শামীম ওসমান ১৯৯৬ সালে প্রথমবারের মতো নারায়ণগঞ্জ-৪ আসনে আ’লীগের মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৪ ও ২০১৮ সালে পরপর দুইবার সংসদ সদস্য
নির্বাচিত হয়েছেন।