মিয়ানমারের নাগরিকদের ফিরিয়ে নিচ্ছে থাইল্যান্ড

 

মিয়ানমারের উত্তরাঞ্চলে বসবাসকারী সংখ্যালঘু বিভিন্ন জাতিগোষ্ঠী ও বিদ্রোহীদের সাথে জান্তা সৈন্যদের দ্বন্দ প্রবল আকার ধারণ করছে। গত কয়েক সপ্তাহ ধরে চলমান এই লড়াইয়ের কারণে দেশটির হাজার হাজার বাসিন্দা প্রতিবেশি দেশ ভারতে পালিয়ে গেছে। এমনকি লড়াইয়ে টিকতে না পেরে মিয়ানমারের সামরিক বাহিনীরও ৬০ জনের বেশি সদস্য ভারতের মিজোরামে পালিয়েছেন। এমন পরিস্থিতিতে লড়াইয়ে আটকে পড়া নাগরিকদের ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে থাইল্যান্ড।

রোববার থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, মিয়ানমারের উত্তরাঞ্চলে সামরিক বাহিনী ও বিদ্রোহীদের লড়াইয়ে আটকে পড়া দুই শতাধিক থাই নাগরিককে দেশের ফেরানো হবে। এই নাগরিকদের মিয়ানমার থেকে প্রথমে চীন, পরে সেখান থেকে থাইল্যান্ডে ফিরিয়ে আনা হবে।

গত কয়েক দশকে দেশের বিভিন্ন অঞ্চলের জাতিগত সংখ্যালঘু ও অন্যান্য বিদ্রোহীগোষ্ঠীগুলোর সাথে মিয়ানমারের সামরিক বাহিনীর লড়াই চলমান রয়েছে। তবে ২০২১ সালের সামরিক অভ্যুত্থান দেশটির জান্তাবিরোধী গোষ্ঠীগুলোর মাঝে নজিরবিহীন সমন্বয় তৈরি করেছে। যে কারণে গত মাসের শেষের দিকে দেশটির জাতিগত সংখ্যালঘু তিনটি গোষ্ঠীর সদস্যরা একত্রে মিলে জান্তা বাহিনীর বিরুদ্ধে হামলা শুরু করে।

সম্প্রতি দেশের কিছু জায়গায় বিদ্রোহীদের তীব্র হামলার কবলে পড়ে সামরিক বাহিনী। বিদ্রোহীরা সম্প্রতি সামরিক বাহিনীর বেশ কিছু নিরাপত্তা চৌকি ও স্থাপনার দখল নিয়েছে। বিদ্রোহীদের হামলার গতি বাড়ার কারণে সরকারি সব কর্মী ও সামরিক অভিজ্ঞতা রয়েছে এমন ব্যক্তিদের জরুরি প্রয়োজনে ভিত্তিতে সেনাবাহিনীতে কাজ করার জন্য প্রস্তুত হওয়ার আদেশ দিয়েছে মিয়ানমারের সামরিক জান্তা।

রাজধানীর নিয়ন্ত্রণ নেওয়ার লক্ষ্যে সেনাবাহিনীর বিরোধিতায় দেশটির গণতন্ত্রপন্থী রাজনীতিবিদদের গঠিত ছায়া সরকার কিছু বিদ্রোহী গোষ্ঠীর সাথে জোট গড়ে ‘‘রোড টু নেপিদো’’ অভিযান শুরু করেছে।

থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, মিয়ানমার কর্তৃপক্ষের সহায়তায় ২৬৬ থাই নাগরিকসহ কিছুসংখ্যক ফিলিপিনো এবং সিঙ্গাপুরের নাগরিককে উত্তর শান রাজ্যের লাউকাইং থেকে মিয়ানমার-চীন সীমান্তে সরিয়ে নেওয়া হচ্ছে। বিদেশিদের এই দলটিকে চীনে প্রবেশের অনুমতি দেওয়া হবে। তারপর তারা চীনের কুনমিং শহর থেকে দুটি চার্টার্ড ফ্লাইটে ব্যাংককে যাবেন; যেখানে তাদের বিরুদ্ধে মানবপাচার এবং কোনও অপরাধমূলক অভিযোগের রেকর্ড আছে কি না তা যাচাই-বাছাই করা হবে।

তবে মিয়ানমার থেকে নিজ নাগরিকদের প্রত্যাবাসনের কাজে নিয়োজিত ফ্লাইটের সময় নির্দিষ্ট করে জানায়নি থাইল্যান্ড। তবে দলটি রোববার চীনা সীমান্তে পৌঁছাবেন বলে জানানো হয়েছে।

সূত্র: রয়টার্স।