সংসদে সংরক্ষিত আসন চায় তৃতীয় লিঙ্গ সম্প্রদায়

তৃতীয় লিঙ্গ সম্প্রদায় পিছিয়ে নেই, তাদের পিছিয়ে রাখা হয়েছে বলে উল্লেখ করেছেন সামাজিক সংগঠন ‘সুস্থ জীবন’-এর নেতারা। তারা বলেন, আজ আমরা (তৃতীয় লিঙ্গ সম্প্রদায়) পিছিয়ে আছি কেন, আমাদের পিছিয়ে রাখা হয়েছে। আপনারা দেখেছেন আমাদের সুযোগ দিলে সব কাজই করতে পারি। আমাদের মধ্যে শিক্ষিত ও যোগ্য মানুষ আছে, তাদের কাজে লাগাতে হবে। শনিবার (১৮ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে জাতীয় সংসদে ‘হিজড়া ও ট্রান্সজেন্ডার সংরক্ষিত আসন চাই’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বক্তারা। মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ও ‘গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা’র অর্থায়নে এ অনুষ্ঠানের আয়োজন হয়। সংবাদ সম্মেলনে জাতীয় সংসদে ‘হিজড়া ও ট্রান্সজেন্ডারদের’ জন্য সংরক্ষিত আসনের দাবি জানানো হয়েছে। সব দলেই খারাপ ভালো আছে জানিয়ে বক্তারা বলেন, সব কিছুর মধ্য ভালো-খারাপ আছে। বিভিন্ন দল আছে তাদের মধ্যে ভালো-খারাপ লোকজন আছেন। তাই আমাদের মধ্যেও যারা রাস্তায় থাকেন বা কাজ করেন, তাদের সঙ্গে না মিলিয়ে ভালোদের কাজে লাগানো উচিত। সংসদে যাওয়ার মতো আমাদের অনেকে আছেন জানিয়ে তারা বলেন, তৃতীয় লিঙ্গ সম্প্রদায়কে যেহেতু সরকার স্বীকৃত দিয়েছে, তাই আমাদের কথা বলার জন্য, অধিকার আদায়ের জন্য সংসদে প্রতিনিধি থাকা জরুরি। ‘সুস্থ জীবন’র চেয়ারপারসন পার্বতী আহমেদ বলেন, আমরা গতবারও এ আবেদন জানিয়েছি, এবারও জানাচ্ছি। সংসদে কথা বলার জন্য তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের একজন প্রতিনিধি থাকা গুরুত্বপূর্ণ। তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের জয়া বলেন, শুধু স্বীকৃতি দিলে হবে না, তাদের জন্য কাজের ব্যবস্থা করে দিতে হবে। খেয়াল রাখতে হবে কে কেমন আছে। রানী চৌধুরী বলেন, সংসদে বিভিন্ন বিল পাস হচ্ছে, মানুষের দাবি-দাওয়া উত্থাপন করা হয়। কিন্তু আমাদের পক্ষে কেউ কাজ করতে পারেন না। তাই আহ্বান জাতীয় সংসদে আমাদের জন্য আসন সংরক্ষিত করা হোক। পার্বতী আহমেদ বলেন, ‘সুস্থ জীবন’ ২০০০ সাল থেকে সমাজে অবহেলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন, আইনি সহায়তা, মানবাধিকার এবং সমাজের সর্বস্তরের অংশগ্রহণ সু-নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছে, যা কিছুটা হলেও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় পৌঁছাতে ভূমিকা রাখবে।